ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুগল মার্চেন্ট এ্যাকাউন্টের তালিকায় বাংলাদেশ

প্রকাশিত: ০৫:১৫, ১০ নভেম্বর ২০১৭

গুগল মার্চেন্ট এ্যাকাউন্টের তালিকায় বাংলাদেশ

গুগল মার্চেন্ট এ্যাকাউন্টের তালিকায় যুক্ত হলো বাংলাদেশ। এতদিন বাংলাদেশ থেকে গুগল প্লে ব্যবহারের সুবিধা থাকলেও বাংলাদেশী এ্যাপ ডেভেলপারদের এ্যাপ বিক্রির সুবিধা ছিল না। গুগলের সাপোর্ট সেন্টার ‘লোকেশনস ফর ডেভেলপার এ্যান্ড মার্চেন্ট রেজিস্ট্রেশন’ বিভাগে গত মঙ্গলবার রাতে বাংলাদেশের নাম যুক্ত করে। এর ফলে বাংলাদেশের অ্যান্ড্রয়েড ডেভেলপাররা বাংলাদেশ থেকে এই টেক জায়ান্টের এ্যাপ্লিকেশন বাজার ‘গুগল প্লে’তে এ্যাপ বিক্রি করতে পারবে বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে। এ প্রসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বাংলাদেশের মোবাইল এ্যাপ্লিকেশন ডেভেলপারদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। গত বছর মার্চ মাসে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে সিনিয়র কাউন্সিল (পাবলিক পলিসি) উইলসন এল হোয়াইটের নেতৃত্বে গুগল কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×