ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেষ পর্যন্ত পদত্যাগ

প্রকাশিত: ০৫:০৫, ১০ নভেম্বর ২০১৭

শেষ পর্যন্ত পদত্যাগ

ইসরাইলের সঙ্গে গোপন বৈঠকের দায় নিয়ে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মন্ত্রী প্রীতি প্যাটেল। বৃহস্পতিবার তার পদত্যাগের পর মন্ত্রিসভায় রদবদল করা হয়। আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী প্রীতি এর আগে তার আচরণের জন্য দুঃখও প্রকাশ করেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ সিনিয়র কয়েকজন মন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক করার খবর সম্প্রতি প্রকাশিত হয়। -ফিন্যান্সিয়াল টাইমস মাদাম তুসোয় টেরেসা লন্ডনে মাদাম তুসোর জাদুঘরে এবার স্থান পেল ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র মোমের ভাস্কর্য। দেখলে মনে হবে কমলা রঙের স্যুট পরা মে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে বেরিয়ে আসছেন। ভাস্ককর্যটি তৈরি করতে চার মাস লেগেছে বলে জাদুঘরের পরিচালক এডওয়ার্ড ফুলার জানিয়েছেন। তিনি বলছেন, ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করার জন্য মে ব্রিটেনের রাজনীতির ইতিহাসে স্থান করে নিয়েছেন। -ইন্ডিপেন্ডেন্ট
×