ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে নোট বাতিলের বর্ষপূর্তিতে অভিযোগ,পাল্টা অভিযোগ

প্রকাশিত: ০৫:০৫, ১০ নভেম্বর ২০১৭

ভারতে নোট বাতিলের বর্ষপূর্তিতে অভিযোগ,পাল্টা অভিযোগ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোট বাতিল করেছিলেন এক বছর আগে। চলতি সপ্তাহে তার বর্ষপূর্তিতে সরকার ও বিরোধী কংগ্রেস দল বিতর্কে জড়িয়েছে। বিতর্ক যে হবে সেটি আগেই ধারণা করা হয়েছিল। তবে কংগ্রেসের পক্ষে সরব হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, যিনি এক সময় দেশটির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকেরও প্রধান ছিলেন। আনন্দবাজার পত্রিকা। সামনেই গুজরাটসহ কয়েকটি রাজ্যে নির্বাচন। গুজরাট মোদির নিজস্ব এলাকা হিসেবে পরিচিত। সেখানে গিয়েই মনমোহন তার সমালোচনা করেছেন। তিনি সেখানে মোদি তার অর্থমন্ত্রী অরুণ জেটলির সব যুক্তি কার্যত উড়িয়ে দিয়েছেন। দেশের অর্থনীতির কী সর্বনাশ হয়েছে, তা ব্যাখ্যা করার সঙ্গে সঙ্গেই সুকৌশলে রাজনৈতিক শিষ্টাচারের প্রশ্ন তুলে নিশানা করেছেন মোদিকে। কটাক্ষের সঙ্গে বলেছেন, ‘সম্মানের সঙ্গে মেনে নিন, নোট বাতিল সাংঘাতিক ভুল হয়েছিল। অর্থনীতির মেরামতে সবার সাহায্য নিন।’
×