ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢামেকের সামনে গাঁজা বিক্রির দায়ে ৬ জনের কারাদণ্ড

প্রকাশিত: ০৮:৫২, ৯ নভেম্বর ২০১৭

ঢামেকের সামনে গাঁজা বিক্রির দায়ে ৬ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজের সামনে দাঁড়িয়ে রাতের অন্ধকারে গাঁজা বিক্রির অপরাধে ৬ জনকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা লায়লা এ আদেশ দেন। মাদক পরিদর্শক কামরুল ইসলাম জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে দাঁড়িয়ে তারা নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শ্ক্ষিার্থীদের কাছে গাঁজা বিক্রি করত। এমন খবর পেয়ে মঙ্গলবার রাতে সেখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের ভ্রাম্যমাণ আদালত হানা দিয়ে তাদের হাতেনাতে ধরে। তারা হলেন হাফিজুল, আরাফাত খান, আকাশ, জাহাঙ্গীর হাওলাদার, মোবারক, ও সেন্টু মিয়া। তাদের প্রত্যেককে ৬ মাস করে কারাদ- প্রদান করা হয়েছে।
×