ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দৃষ্টি প্রতিবন্ধী ইদ্রিস হত্যাকাণ্ডে স্ত্রীসহ ২ জনের যাবজ্জীন

প্রকাশিত: ০৮:৫১, ৯ নভেম্বর ২০১৭

দৃষ্টি প্রতিবন্ধী ইদ্রিস হত্যাকাণ্ডে স্ত্রীসহ ২ জনের যাবজ্জীন

কোর্ট রিপোর্টার ॥ দৃষ্টি প্রতিবন্ধী ইদ্রিস আলী হত্যার মামলায় নিহতের স্ত্রী পারভীন আক্তার ওরফে নাছিমাসহ ২ জনের যাবজ্জীবন এবং অপর এক আসামি ৭ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। গতকাল বুধবার ঢাকার ৩ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত অপর আসামি হলেন- চুন্নু তালুকদার ওরফে চুন্নু সর্দার এবং ৭ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মোঃ রনি তালুকদার। রায়ে যাবজ্জীবন দণ্ডিতদের দশ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের এবং ৭ বছর দ-িতের ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোঃ আইয়ুব আলী হাওলাদার ও মিনহাজ উদ্দিনকে বেকসুর খালাস পেয়েছেন। নিহত ইদ্রিস আলী অন্ধ কল্যান সংস্থার সাবেক সংগঠনিক সম্পাদক ছিলেন।
×