ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:২০, ৯ নভেম্বর ২০১৭

অষ্টম শ্রেণির পড়াশোনা

বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম অধ্যায় প্রস্তুতি-২, বহুনির্বাচনী-৩০ সুধীর বরণ মাঝি শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ১। দক্ষ জনশক্তি বলতে কী বোঝায় ? (ক) কর্মঠ জনসংখ্যা (খ) প্রশিক্ষণপ্রাপ্ত ও কর্মঠ জনসংখ্যা (গ) নিরক্ষর ও কর্মঠ জনসংখ্যা (ঘ) যুবশক্তি। ২। জনসংখ্যা সম্পদে পরিণত হয়- (র) প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণে (রর) শিক্ষা,কৃষি এবং শিল্পের উন্নয়নে (ররর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অগ্রাধিকার। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ চাঁদপুর পৌরসভার বেকার যুবকদের জন্য প্রসাশনের ব্যবস্থাপনায় কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই প্রশিক্ষণে যারা ভালো করবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ৩। উদ্দীপকের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার কোন কৌশলটির প্রয়োগ করা হয়েছে? (ক) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার (খ) কারিগরি শিক্ষার প্রসার (গ) কর্মমুখী শিক্ষার প্রসার (ঘ) কুটির শিল্পের প্রসার। ৪। চাঁদপুর পৌরসভার জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে করণীয় হলো- (র) নারী শিক্ষার প্রসার (রর) প্রশিক্ষণমূলক কর্মসূচি সম্প্রসারণ (ররর) কর্মমুখী শিক্ষার প্রসার। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। ৫। বিশাল জনসংখ্যাকে সম্পদে পরিণত করার ক্ষেত্রে আমরা কোন দেশকে উদাহরণ হিসেবে দিতে পারি? (ক) ভারত (খ) চীন (গ) পাকিস্তান (ঘ) নাইজেরিয়া। ৬। তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে বেশ এগিয়ে আছে- (ক) ভারত (খ) নাইজেরিয়া (গ) পাকিস্তান (ঘ) ইন্দোনিশিয়া। ৭। নিচের কোনটি বাংলাদেশের প্রধান সমস্যা? (ক) মাদক (খ) জনসংখ্যা (গ) অর্থ পাচার (ঘ) নারী পাচার। ৮। বেসরকারি উন্নয়ন সংস্থা কখন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে ? (ক) মোঘল আমলে (খ) ব্রিটিশ আমলে (গ) মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে (ঘ) মুক্তিযুদ্ধের পরে। ৯। আলমের বয়স ২৫বছর কিন্তু সে নিরক্ষর। সাক্ষর জ্ঞান লাভের জন্য সে কোন কার্যক্রমের সাহায্য নিবে ? (ক) গণশিক্ষা (খ) বয়স্কশিক্ষা (গ) বহুমুখী শিক্ষা (ঘ) কারিগরি শিক্ষা। ১০। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার উল্লেখযোগ্য কৌশল হচ্ছে - (র) কৃষিভিত্তিক শিক্ষার সম্প্রসারণ (রর) কর্মমুখী শিক্ষার বিস্তার (ররর) জনসংখ্যা রপ্তানি। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। ১১। নারীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে - (ক) নিরক্ষরতা দূরীকরণে (খ) শিক্ষার হার বৃদ্ধি (গ) জনসংখ্যা নিয়ন্ত্রণে (ঘ) প্রযুক্তির উন্নয়নে। ১২। যে কারণে জনসংখ্যা আগের তুলনায় বৃদ্ধির হার কিছুটা কমেছে - (র) বিদেশি সহায়তা (রর) মানুষের ক্রমবর্ধমান সচেতনতা (ররর) পরিবার পরিকল্পনা কার্যক্রম। নিচের কোনটি সঠিক (ক) রও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৩। দেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে - (র) উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা (রর) কারিগরি শিক্ষার ব্যবস্থা করা (ররর) অধিক সদস্যদের পরিবার গঠন। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। চিকিৎসা ব্যবস্থার উন্নতিতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন? (ক) রোগ-ব্যাধি কম হয় (খ) স্বাস্থ্যসেবার উন্নতি (গ) শিশু ও মাতৃমৃত্যুর হ্রাস (ঘ) পরিবার পরিকল্পনা বৃদ্ধি পাওয়া। উত্তর ঃ ১(ক), ২(ঘ), ৩(ক), ৪(ঘ), ৫(খ), ৬(ক), ৭(খ), ৮(ঘ), ৯(ক), ১০(খ), ১১(গ), ১২(গ), ১৩(ক), ১৪(গ)।
×