ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি;###;আব্দুর রশিদ

জেএসসি মডেল টেস্ট-২০১৭

প্রকাশিত: ০৭:১৯, ৯ নভেম্বর ২০১৭

জেএসসি মডেল টেস্ট-২০১৭

সিনিয়র শিক্ষক, বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা ক- বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর) যে কোন ৫ টি প্রশ্নের উত্তর দাও ঃ ১. টেলিমেডিসিন কী? চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বর্ণনা কর। ২. যোগাযোগ ব্যবস্থায় স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবারের ভূমিকা ব্যাখ্যা কর । ৩. কম্পিউটার ভাইরাস কী ? এর প্রকারভেদ আলোচনা কর। ৪. দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার সর্ম্পকে লেখ। ৫. নেটওয়ার্ক টপোলজি কাকে বলে ? বাস ও স্টার টপোলজি চিত্রসহ আলোচনা কর। ৬. মাইক্রোসফট এক্সেল ২০১৭ উইন্ডো এর পরিচিতি বর্ণনা কর। ৭. ই-মেইল পাঠাতে হলে কী পদ্ধতি অনুসরণ করতে হয় বর্ণনা কর ? ৮. রাউটার কী ? এর কাজ করার পদ্ধতি সর্ম্পকে লেখ। জে এস সি মডেল টেস্টঃ ২০১৭ বিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খ - বিভাগ ( বহুনির্বাচনি প্রশ্ন উত্তর ) সময়ঃ ২৫মিনিট পূর্ণমানঃ ২৫ ১. নিচের কোনটি অপরাধ জগতে নতুন ? ক. চুরি খ.ডাকাতি গ. সাইবার অপরাধ ঘ. ছিনতাই ২. জেরুজালেম কিসের নাম ? ক. ভাইরাস খ. স্পাইওয়্যার গ. মোবাইল ঘ. দেশ ৩. ভাইরাসের নামকরণ করেন কে ? ক. নিউম্যান খ.হিউম্যান গ.কোহেন ঘ.মোহন ৪. বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল কোনটি ? ক.িি.িনধহমষধফবংয.মড়া.নফ খ.িি.িবনড়ড়শ.মড়া.নফ গ.ইধহমষধফবংয.মড়া ঘ.িি.িনধহমষধফবংয.পড়স.নফ ৫. যোগাযোগ করার পদ্ধতি কয় প্রকার ? ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ ৬. যোগাযোগের ”দ্বিমুখী ” পদ্ধতি কোনটি ? ক. টেলিফোন খ. রেডিও গ. পত্রিকা ঘ. টিভি ৭. বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর দ্রুততম মাধ্যম কোনটি? ক. টিটি খ. এমটি গ. ডিডি ঘ. মোবাইল ৮. ইয়াহুর ওয়েব ঠিকানায় নতুন ই-মেইল খুলতে কয়টি অক্ষর লাগে ? ক. ২-৩০ খ. ৩-৩১ গ. ৪-৩২ ঘ. ৫-৩৩ ৯. ই-মেইল ঠিকানা লেখার বিশেষ ক্যারেক্টার কোনটি ? ক. * খ. + গ. = ঘ. @ ১০. ই-মেইলে পাসওয়ার্ডের দৈর্ঘ্য কত হবে ? ক. ৪-৩২ খ. ৬-৩২ গ. ৪-২৩ ঘ. ৬-২৩ ১১. ই-মেইল কথাটির মানে কী ? ক. ইলেকট্রিক চিঠি খ. ইলেকট্রনিক চিঠি গ. ইলেকট্রনিক্স চিঠি ঘ. ইলেকট্রিক্যাল চিঠি ১২. ই-মেইলের মাধ্যমে কোন ছবি কীভাবে পাঠাতে হয় ? ক. অ্যাটাচমেন্ট করে খ. ওপেন করে গ. টাইপ করে ঘ. সেলফি তুলে ১৩. ই-মেইল ঠিকানা কত ভাগে বিভক্ত ? ক. ২ খ.৩ গ. ৪ ঘ. ৫ ১৪.কিসের মাধ্যমে পণ্য বিক্রয়ের সকল তথ্য পাওয়া যায় ? ক. ঊচঙঝ খ. ঊঈঙগ গ. ঊঞঊঈ ঘ. ঊইটঝ ১৫. ব্রডকাষ্ট এর বাংলা অর্থ কী ? ক. বহুমুখী খ. একমুখী গ. দ্বিমুখী ঘ. ত্রিমুখী নিচের ওয়ার্কশিটটি লক্ষ কর এবং ১৬-১৯ নং প্রশ্নের উত্তর দাও: অ ই ঈ উ ঊ ঋ ১ ঘধসব ইধহম ঊহম গধঃয ঞড়ঃধষ জবংঁষঃ ২ জরসর ৮০ ৭০ ৯০ ৩ জধল ৬০ ৮৫ ৭০ ৪ কধসধষ ৭০ ৮০ ৬০ ১৬. কধসধষ এর প্রাপ্ত নস্বরের যোগফল নির্ণয়ের ফর্মূলা নিচের কোনটি? ক. =ংঁস(ই৪:উ৪) খ. =ংঁস(ই৪+উ৪) গ. = (ই৪:উ৪) ঘ. ংঁস(ই৪:উ৪) ১৭. উ২ থেকে উ৩ সেল বিয়োগ করতে নিচের কোনটি সঠিক? ক. =উ২-উ৩ খ. =উ৩-উ২ গ. উ২-উ৩ ঘ. = ংঁস(উ২-উ৩) ১৮. উ২ সেল কে উ৩ সেল দিয়ে ভাগ করতে নিচের কোনটি সঠিক? ক. =উ২/উ৩ খ. =উ৩/উ২ গ. =ঢ়ৎড়ফঁপঃ(উ২/উ৩) ঘ. =ঢ়ৎড়ফঁপঃ(উ২:উ৩) ১৯. স্প্রেডশিটে ঈ৪ বলতে কী বোঝায় ? ক. কলাম খ. সারি গ. সেল ঘ. সংখ্যা ২০. এক্সেলে যোগের সূত্র লিখতে প্রথমেই কোন চিহ্ন ব্যবহৃত হয়? ক. = খ. + গ. ংঁস ঘ. ধফফ ২১. কোনটির মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বেশিরভাগ যোগাযোগ করাহয়েছিল ? ক. রেডিও খ. টিভি গ. ইন্টারনেট ঘ. টেলিফোন ২২. ওয়াইফাই কীধরেেনর সার্ভিস ? ক.ওয়্যারযুক্ত সার্ভিস খ.মডেম সার্ভিস গ.ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস ঘ. ই-মেইল সার্ভিস ২৩. ই-মেইল লেখার পেইজে যেতে কোন বাটনে ক্লিক করতে হয় ? ক. ঈড়সঢ়ড়ংব খ. ঊ-সধরষ গ. ঘবি ঘ. ঙঢ়বহ ২৪. ঈপ মানে কী ? ক. ঈধৎনড়হ পড়ঢ়ু খ.ঈঁৎবহঃ পড়ঢ়ু গ.ঈৎবফরঃ পধৎফ ঘ.ঈড়সঢ়ঁঃবৎ ঈরৎপঁরঃ ২৫. ভিন্ন ভিন্ন কম্পিউটার পরস্পরের মধ্যে তথ্য আদান প্রদান করে যে নিয়মে তাকে কী বলে ? ক. রাউটার খ. মডেম গ. প্রটোকল ঘ. ইন্টারনেট সঠিক উত্তরঃ ১.গ ২.ক ৩.গ ৪.ক ৫.খ ৬.ক ৭.ঘ ৮.গ ৯.ঘ ১০.খ ১১.খ ১২.ক ১৩.ক ১৪.ক. ১৫.খ ১৬.ক ১৭.ক ১৮.ক ১৯.গ ২০.ক ২১.ক ২২.গ ২৩.ক ২৪.ক ২৫.গ
×