ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্যাসিয়াস গোল্ডেন ফুট এ্যাওয়ার্ড জিতলেন

প্রকাশিত: ০৭:০৮, ৯ নভেম্বর ২০১৭

ক্যাসিয়াস গোল্ডেন ফুট এ্যাওয়ার্ড জিতলেন

স্পোর্টস রিপোর্টার ॥ দুই সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিকে পেছনে ফেলে ২০১৭ সালের গোল্ডেন ফুট এ্যাওয়ার্ড জিতেছেন পর্তুগীজ ক্লাব পোর্তোর স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। দশজনের তারকাসমৃদ্ধ সংক্ষিপ্ত তালিকা থেকে সম্মানজনক এই পুরস্কারটি জিতেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। বুধবার মোনাকোতে ক্যাসিয়াসের হাতে এ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। প্রতিবছর ২৮ বছরের বেশি বয়সী ফুটবলারদের মাঝে একজনকে গোল্ডেন ফুট পুরস্কার দেয়া হয়। এখানে এক বছরের পারফর্মেন্সের হিসেব না করে পুরো ক্যারিয়ারের সাফল্য বিবেচনা করা হয়। ২০০৩ সাল থেকে দেয়া হচ্ছে এই বিশেষ পুরস্কার। কোন ফুটবলার ক্যারিয়ারে মাত্র একবার জিততে পারবেন এটি। ২০০৩ সালে প্রথমবারের মতো এই পুরস্কার জেতেন ইতালির রবার্তো ব্যাজ্জিও । এরপর ব্রাজিলের রোনাল্ডো, রোনাল্ডিনহো, রবার্তো কার্লোস, ইতালির ডেল পিয়েরো, ফ্রান্সেসকো টট্টি, জিয়ানলুইজি বুফন, সুইডেনের ইব্রাহিমভিচ, আইভরি কোস্টের দিদিয়ের দ্রগবা, ইউক্রেনের আন্দ্রে শেভচেঙ্কো, ওয়েলসের রায়ান গিগসের মতো ফুটবলাররা পেয়েছেন এই সম্মাননা। স্পেনের হয়ে ২০১৪ সালে এই পুরস্কার পান আন্দ্রেস ইনিয়েস্তা। দ্বিতীয় স্প্যানিশ ফুটবলার হিসেবে এবার পুরস্কার জিতলেন ক্যাসিয়াস। বুফনের পর দ্বিতীয় গোলকিপার হিসেবে জয়ী হলেন তিনি। গত বছর এই এ্যাওয়ার্ড জিতেছিলেন বুফন। টি২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড ভারতের কাছে সিরিজে হেরে যাওয়ায় টি২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে টি২০ সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ড হারের পরই মূলত শীর্ষস্থান নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের। ভারতের মাটিতে টি২০ সিরিজ শেষ হওয়ার পরই অফিসিয়ালি র‌্যাঙ্কিং হালনাগাদ করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে পঞ্চম অবস্থান ধরে রেখেছে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। অন্যদিকে পয়েন্ট হারিয়ে দ্বিতীয় অবস্থানটি এখন নিউজিল্যান্ডের। ভারত-নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার আগেই টি২০ সিরিজে দাপটের সঙ্গে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে সরফরাজ আহমেদের পাকিস্তান। শীর্ষে ওঠার জন্য নিউজিল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয়েছে তাদের। কিউইরা এক ম্যাচ হারলেই যথেষ্ট হতো। সেখানে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে কিউইরা। পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন ১২৪। নিউজিল্যান্ডের সমান ১২০ পয়েন্ট হলেও পয়েন্টের ভগ্নাংশ হিসেবে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ। চার ও পাঁচে যথাক্রমে ইংল্যান্ড (১১৯) ও ভারত (১১৯)। সরফরাজের নেতৃত্বে ওয়ানডে-টি২০তে সময়টা ভালই যাচ্ছে পাকিস্তানের। বিজিবি-বিএসএফ প্রীতি ভারোত্তোলন স্পোর্টস রিপোর্টার ॥ বিজিবি এবং বিএসএফ-এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির লক্ষ্যে পিলখানার বিজিবি সদর দফতরের মাল্টিপারপাস ট্রেনিং শেডে উভয় বাহিনীর মধ্যে প্রীতি ভারোত্তোলন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজিবি সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনিছুর রহমান। আজ প্রতিযোগিতার শেষ দিনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক।
×