ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাশরাফির সঙ্গে এ কেমন আচরণ শুভাশীষের!

প্রকাশিত: ০৭:০৮, ৯ নভেম্বর ২০১৭

মাশরাফির সঙ্গে এ কেমন আচরণ শুভাশীষের!

স্পোর্টস রিপোর্টার ॥ চিটাগং ভাইকিংস-রংপুর রাইডার্স ম্যাচ চলছে। ম্যাচের তখন ১৬.৪ ওভার। রংপুরের জিততে ২১ বলে ৩৮ রান লাগে। ব্যাটিংয়ে তখন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বোলিংয়ে চিটাগংয়ের পেসার শুভাশীষ রায়। বল ছুড়লেন শুভাশীষ। ইয়র্কার বল। মাশরাফি ঠেকালেন। বলটি ধরেই মাশরাফির দিকে মারতে চাইলেন শুভাশীষ। মাশরাফি হাতের ইশারায় বললেন, ‘যা’। যেটি মাশরাফি শুভাশীষের প্রতি দাবি থেকেই বলতে পারেন। কিন্তু শুভাশীষ তেলেবেগুনে জ্বলে উঠলেন! মাশরাফির দিকে তেড়ে গেলেন! সবাই তখন হতবাক। মাশরাফির সঙ্গে এ কি করলেন শুভাশীষ। শুভাশীষের ব্যবহারে তাজ্জব বনে গেলেন মাশরাফি। অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। যে শুভাশীষ এ বছরই টেস্ট ক্যারিয়ার শুরু করল। মাত্র একটি ওয়ানডে খেলল। তিনিই কিনা মাশরাফির দিকে এমন তেড়ে গেলেন! একটা সময় সতীর্থরা এসে শুভাশীষকে টেনে নেয়ার চেষ্টা করলেন। কিন্তু শুভাশীষ কোন কিছুতেই যেন থামার পাত্র নন। হাত-পা ছুড়ছেন। গর্জে উঠছেন। মাশরাফির কি করার আছে তখন। অবাক দৃষ্টিতে শুধু শুভাশীষের দিকে তাকিয়েই থাকলেন। ম্যাচটি শেষ পর্যন্ত ১১ রানে হারল রংপুর। চিটাগং জিতে নিল ম্যাচ। কিন্তু এমন ঘটনার রেশ চলতেই থাকল। ম্যাচ শেষে মাশরাফিকে এ নিয়ে সাংবাদিকরাও প্রশ্ন ছুড়তে থাকলেন। মাশরাফি অনেক চেষ্টা করলেন বিষয়টিকে এড়িয়ে যেতে। কিন্তু পারলেন না। শেষ পর্যন্ত নিজেই বিষয়টির জন্য ‘স্যরি’ বললেন। কারণ তিনি সিনিয়র। তাকেই নাকি বোঝা উচিত ছিল সব। জুনিয়রের সঙ্গে আরেকটু নমনীয় হলেই নাকি পারতেন। ম্যাচ শেষে তাই মাশরাফি বলেছেন, ‘ঘটনা যা ছিল তা সিরিয়াস কিছু নয়। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এ রকম হয়। সিরিয়াস কিছু নয়। আমি মনে করি আই শুড ছে সরি টু হিম। আমারই স্যরি বলা উচিত। ক্রিকেটেরই অংশ। হয়ে থাকে এমন। ওর জায়গা থেকে হয়তো ঠিকই আছে। সে জিততে চায়, আমিও জিততে চাই।’ সঙ্গে যোগ করলেন, ‘যেহেতু সে আমার ছোট, আমার আরেকটু মাথা ঠা-া রাখলে ভাল হতো। সিরিয়াস কিছু হয়নি অবশ্যই। আমি জানি না ওর কি করা উচিত ছিল। কিন্তু সিনিয়র হিসেবে আমার আরেকটু শান্ত থাকলে ভাল হতো।’ ঘটনা ঘটালেন শুভাশীষ। কিন্তু মাশরাফিই স্যরি বললেন।
×