ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এএফসি অ-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব

তাজিকদের কাছে উজবেকদের হারে বাংলাদেশের আশাভঙ্গ

প্রকাশিত: ০৭:০৮, ৯ নভেম্বর ২০১৭

তাজিকদের কাছে উজবেকদের হারে বাংলাদেশের আশাভঙ্গ

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি অনুর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কা যুব দলকে ৪-০ গোলে হারিয়ে আশার প্রদীপটা ক্ষীণ হলেও জ¦ালিয়ে রেখেছিল বাংলাদেশ যুব ফুটবল দল। টিম টিম করে জ¦লছিল গোলগড়ে দ্বিতীয় হয়ে গ্রুপ রানার্সআপ হবার স্বপ্নটা। পরের ম্যাচে যদি উজবেকিস্তান ৮-০ গোলে হারাতে পারতো তাজিকিস্তানকে তাহলে গোলগড়ে তাজিকদের পেছনে ফেলে গ্রুপ রানার্সআপ হতে পারতো বাংলাদেশ। কিন্তু উল্টো তাজিকরা ১-০ গোলে হারিয়ে দেয় হট ফেভারিট উজবেকিস্তানকে। ফলে তাজিকদের কাছে উজবেকদের এই হারে আশাভঙ্গ হলো লাল-সবুজ বাহিনীর। ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে তাজিকরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নাম লেখালো মূলপর্বে। পক্ষান্তরে সমান ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে উজবেকরা হলো রানার্সআপ। আর ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে এই তাজিকদেরই রুখে দিয়েছিল (০-০) বাংলাদেশ। এ আসরে বাছাইপর্বের ১০ গ্রুপের সেরা ১০ দলের সঙ্গে সেরা ৫ রানার্সআপ ও একটি স্বাগতিক দেশ মিলিয়ে মোট ১৬টি দেশ এই আসরের চূড়ান্তপর্বে খেলার সুযোগ পাবে।
×