ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেট খেলতে মালয়েশিয়ায় সাইফরা

প্রকাশিত: ০৭:০৭, ৯ নভেম্বর ২০১৭

অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেট খেলতে মালয়েশিয়ায় সাইফরা

স্পোর্টস রিপোর্টার ॥ অনুর্ধ-১৯ এশিয়া কাপ খেলতে বুধবার মালয়েশিয়ায় গেছে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। শুক্রবার থেকে শুরু হবে এ টুর্নামেন্ট। শনিবার নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়া কাপের ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। প্রতিপক্ষ তিন দল হচ্ছে- নেপাল, স্বাগতিক মালয়েশিয়া ও শক্তিশালী ভারত। শনিবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এরপর ১৩ নবেম্বর স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ১৫ নভেম্বর গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এ টুর্নামেন্টে খেলবে আটটি দল। আইসিসি ওয়ানডে মর্যাদা পাওয়া পাঁচ দল খেলবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান অনুর্ধ-১৯ দল খেলবে। এর সঙ্গে স্বাগতিক হিসেবে মালয়েশিয়া, এসিসি অনুর্ধ-১৯ এশিয়া কাপের বাছাইপর্ব উতরে আসা পূর্বাঞ্চলের চ্যাম্পিয়ন নেপাল ও পশ্চিমাঞ্চলের চ্যাম্পিয়ন সংযুক্ত আরব আমিরাত খেলবে। ‘বি’ গ্রুপে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত খেলবে। গ্রুপপর্বে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে খেলবে। পয়েন্ট তালিকায় সেরা দুই দল সেমিফাইনালে উঠবে। দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে খেলবে। এরপর সেমিফাইনালে জয়ী দুই দল খেলবে ফাইনাল। শুক্রবার টুর্নামেন্ট শুরু হয়ে ১৯ নবেম্বর পর্যন্ত চলবে। ১৬ নবেম্বর প্রথম ও পরেরদিন দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা ওভালে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে ভাল খেলার প্রত্যাশা নিয়েই মালয়েশিয়া গেছে বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের ক্রিকেটাররা। এ টুর্নামেন্টের আগে আফগানিস্তানের বিপক্ষে ভাল সিরিজ খেলতে পারেনি বাংলাদেশ। তবে নেপালের বিপক্ষে সিরিজে কামব্যাক করেছে। আর তাই অধিনায়ক সাইফ আত্মবিশ্বাসী। ভাল করতে পারবেন বলেই আশা করছেন। বলেছেন, ‘আমরা আফগানিস্তানের বিপক্ষে খারাপ করেছি। কিন্তু নেপাল সিরিজে আমরা কামব্যাক করেছি। অবশ্য শেষ ম্যাচটা আমরা হেরে গিয়েছি। কিন্তু সেখানে আমাদের সেরা ৫ জন খেলোয়াড় খেলেনি। আমরা আমাদের স্ট্যান্ডবাই খেলোয়াড়দের সুযোগ দিয়েছিলাম। তবে আমরা আত্মবিশ্বাস নিয়েই মালয়েশিয়া যাচ্ছি।’ এ টুর্নামেন্ট খেলার কারণে সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, আয়াসির আরাফাত মিশু, কাজী অনিক ও নাঈম হাসানরা চলমান বিপিএলের পঞ্চম আসরে খেলতে পারছেন না। সিলেট ও ঢাকাপর্ব খেলতে পারবেন না। প্রথম দুটিপর্ব খেলতে পারছেন না। তবে তৃতীয়পর্ব থেকে ঠিকই খেলতে পারবেন। বিপিএলে খেলতে না পারা নিয়ে কোন হতাশা নেই সাইফদের। দেশের হয়ে খেলাটাই তাদের কাছে অনেক গর্বের বিষয়। সাইফ তাই জানিয়েছেন, ‘দেশের হয়ে খেলাটা সবার আগে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জার্সিতে খেলাটাতেই ফোকাস বেশি দেব। তারপর এসে বিপিএল খেলার সুযোগ পাব।’ এ টুর্নামেন্টে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা আছে। এরপরও এক নম্বর হওয়ার আশা নিয়েই খেলবেন বলে জানিয়েছেন সাইফ, ‘অবশ্যই আমরা এক নম্বর হওয়ার জন্য খেলব। সেখানে যদি ভাল করতে পারি, ম্যাচ বাই ম্যাচ যদি খেলি আশা করব আমরা ভাল ফলাফল করতে পারব।’
×