ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শুরু হচ্ছে ধারাভাষ্যকার অন্বেষণ প্রতিযোগিতা

প্রকাশিত: ০৭:০৭, ৯ নভেম্বর ২০১৭

শুরু হচ্ছে ধারাভাষ্যকার অন্বেষণ প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার ॥ ধারাভাষ্য হলো একটি ভাষাগত শিল্প। ভাষার মাধ্যমে সবাই মনের ভাব প্রকাশ করতে পারেন, কিন্তু চাইলেই সবাই ধারাভাষ্যের মাধ্যমে চলতি খেলার বিবরণ তুলে ধরতে পারেন না। এর জন্য প্রয়োজন প্রচেষ্টা, শ্রম, কঠোর অনুশীলন এবং সাধনা। বাংলা ক্রীড়া ধারাভাষ্যের জনক ছিলেন আব্দুল হামিদ। প্রয়াত হামিদের পথ অনুসরণ করে পরবর্তীতে এই পেশায় এসেছেন আরও অনেকেই। তাদের অনেকেই আজ আর এই পেশায় নেই। কেউ প্রয়াত, কেউ প্রবাসী, কেউ অবসরে... ফলে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। রেডিও স্বাধীন এই শূন্যতাকে পূরণ করার জন্য উদ্যোগ নিচ্ছে যা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথম। কথার জাদুকরী শক্তি দিয়ে যারা ক্রীড়াপ্রেমী দর্শক ও শ্রোতাদের মনকে মাতিয়ে রাখেন সেই ধারাভাষ্যকার খোঁজার প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ২২ নবেম্বর থেকে। ‘ক্রিকেটে নতুন আওয়াজ’ এই সেøাগানকে সামনে রেখে আয়োজিত হচ্ছে ‘ফ্রেশ প্রেজেন্টেস স্বাধীন কমেন্টেটর হান্ট ২০১৭ পাওয়ার্ড বাই জিটিভি।’ এ উপলক্ষে বুধবার রাজধানীর বনানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের নির্বাহী ভাইস চেয়ারপার্সন ও বরেণ্য অভিনেত্রী সারা যাকের, এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও অভিনেতা ইরেশ যাকের, মেঘনা গ্রুপের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক আসিফ ইকবাল, জিটিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফয়েজ, জনপ্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত, রেডিও স্বাধীনের সহযোগী নির্বাহী পরিচালক মীর ফজলে রাব্বি, ডিজিটাল পার্টনার র‌্যাবিটহোলের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকউল্লাহ রোমেল, হসপিটালিটি পার্টনার হোটেল দ্য কক্স টুডে’র সেলস এ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মহিউদ্দীন খান, গিফট পার্টনার বেস্ট ইলেক্ট্রনিক্সের প্রতিনিধিসহ ফ্রেশ ও রেডিও স্বাধীনের উচ্চপদস্থ কর্মকর্তারা। সম্মেলনে জানানো হয়, ধারাভাষ্যকার হতে আগ্রহী ১৮ বছরের উর্ধে যে কোন তরুণ-তরুণী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। আগামী ১০-২০ নবেম্বরের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে রেডিও স্বাধীনের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে। ঢাকার ৭টি নির্দিষ্ট এলাকায় অডিশন চলবে ২২-২৮ নবেম্বর পর্যন্ত। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের (৩৫ জন) নিয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কোর্স চলবে ২-৪ ডিসেম্বর পর্যন্ত। মূলত এটা ক্রিকেট ধারাভাষ্যকার অন্বেষণ হলেও কেউ যদি অন্য কোন খেলারও (ফুটবল, হকি) ধারাভাষ্যকার হতে চায়, তাহলে তাকেও যোগ্যতার ভিত্তিতে বেছে নেয়া হবে। ধারাভাষ্যকার বাংলা বা ইংরেজী যে কোন ভাষাতেই কাজ করতে পারবেন। প্রশিক্ষণ শেষে বাছাইকৃত সেরা ১০ জন আগামী ৫ ও ৬ ডিসেম্বর রেডিও স্বাধীনে প্রচারিত বিপিএল ক্রিকেট ম্যাচে সরাসরি ধারাভাষ্য দেবার সুযোগ পাবেন। তারপর বিচারকদের নম্বর এবং জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত পাঁচ সৌভাগ্যবান ধারাভাষ্যকারকে (তিন ধারাভাষ্যকার এবং দুই স্পোর্টস প্রেজেন্টার, একজন টিভির, অপরজন রেডিও’র) ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত গালা নাইটে ফলাফল ঘোষণার মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে, যারা গাজী টিভি ও রেডিও স্বাধীনে খেলা বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পাবেন। প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন চৌধুরী জাফরউল্লাহু শারাফাতসহ সাবেক-বর্তমান ক্রিকেটার এবং বিনোদন জগতের খ্যাতিমান ব্যক্তিরা। প্রেসমিটে শারাফাত বলেন, ‘ক্রিকেটার ছাড়াও ধারাভাষ্যকার হওয়া যায়। যেমন ভারতের হার্শা ভোগলে। এই খেলাটি সম্পর্কে যথেষ্ট জ্ঞান, ভাষার ওপর দখল, সাবলীল ও তাৎক্ষণিকভাবে কথা বলতে পারাটাই হচ্ছে ধারাভাষ্যকার হওয়ার গুণাবলী। আমরা এই কমেন্টেটর হান্টের মাধ্যমে এমনই কিছু ধারাভাষ্য খুঁজব দেশজুড়ে।’
×