ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে স্বর্ণসহ নিরাপত্তা কর্মী আটক

প্রকাশিত: ০৬:১৭, ৯ নভেম্বর ২০১৭

শাহজালালে স্বর্ণসহ নিরাপত্তা কর্মী আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানকালে সিভিল এ্যাভিয়েশনের সিকিউরিটি স্টাফ রেজাউল করিম ও যাত্রী কুদ্দুসকে হাতেনাতে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা। বুধবার সন্ধ্যায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, রিয়াদ থেকে বিকেলে বিজি ০৪০ যোগে আসা কুদ্দুস (৩০) নামে যাত্রী কাস্টমস হলের ৫ নম্বর বেল্টের কাছে টয়লেটের ভেতর সিভিল এ্যাভিয়েশন স্টাফের কাছে ৫টি সোনার বার হস্তান্তর করার সময় শুল্ক গোয়েন্দা তাদের হাতেনাতে গ্রেফতার করে। মঙ্গলবার শাহজালালে শুল্ক গোয়েন্দা বিমানের নিরাপত্তাকর্মীসহ তিনজনকে একই কারণে গ্রেফতার করে। রেজাউল এ্যারাইভাল হলের একটি বাথরুমে গিয়ে একজন যাত্রীর কাছ থেকে সোনার ৫টি বার বুঝে নেয়ার সময় হাতে নাতে ধরে ফেলে কাস্টমস। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, এটা অন্যের মাল। তার কাছে দেয়া হয়েছে সঠিকভাবে পৌঁছে দেয়ার জন্য। এ জন্য তিনি কিছু পারিশ্রমিক পেতেন।
×