ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ০৬:১৬, ৯ নভেম্বর ২০১৭

আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় লোকসঙ্গীতের আসর ‘ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব’। সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি বৈচিত্র্যময় মাটির গানের মোহময়তায় জেগে থাকবে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। সান কমিউনিকেশন্স লিমিটেড আয়োজিত তৃতীয়বারের মতো এ উৎসবে বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, ব্রাজিল, তিব্বত ও মালি’র শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। তিন দিনের সঙ্গীত আসরটি চলবে ১১ নবেম্বর পর্যন্ত। অন লাইনে নিবন্ধনকৃত শ্রোতা প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত উপভোগ করতে পারবেন এ লোকগান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সম্মানিত অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও লোকসঙ্গীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। উদ্বোধনী দিনে বাংলাদেশ থেকে সঙ্গীত পরিবেশন করবেন বাউলিয়ানার শিল্পীরা, শিল্পী ফকির শাহাবুদ্দিন, ব্রাজিলের মোরিসিও টিযুমবা ও সিক্সটেক, অস্ট্রেলিয়া প্রবাসী তিব্বতের ফোকশিল্পী তেনজিন চো’য়েগাল ও ভারতের শিল্পী পাপন। আগামীকাল শুক্রবার সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের বাউলার শিল্পীরা, শিল্পী আরিফ দেওয়ান ও শাহজাহান মুন্সি, নেপালের লোকগানের দল কুটুম্বা, পাকিস্তানের মিকাল হাসান ব্যান্ড এবং ভারতের নুরান সিস্টার্স। উৎসবের তৃতীয় দিনে গানে অংশ নেবেন বাংলাদেশের শিল্পী শাহ আলম সরকার ও আলেয়া বেগম, শিল্পী শাহনাজ বেলী, ইরানের ব্যান্ডদল রাস্তাক, ভারতের শিল্পী বাসুদেব দাস বাউল, মালির গ্র্যামি বিজয়ী তিনারিওয়েন ব্যান্ডের পরিবেশনা। নিরাপত্তার স্বার্থে উৎসব চলাকালীন রাত দশটার পর ভেন্যুতে প্রবেশ করার সুযোগ পাবেন না শ্রোতারা। কোনো ধরনের ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না অনুষ্ঠানস্থলে। প্রতিদিনের উৎসব শেষে শ্রোতাদের জন্য থাকবে পরিবহন সুবিধা। মেরিল নিবেদিত এবারের উৎসবে পৃষ্ঠপোষকতা করছে ঢাকা ব্যাংক। উৎসবের ফুড পার্টনার রাঁধুনী, হট বেভারেজ পার্টনার ইস্পাহানী, লজিস্টিক পার্টনার বেঙ্গল ডিজিটাল, এ্যাসোসিয়েট পার্টনার গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স, পিআর পার্টনার মিডিয়াকম লিমিটেড, সিকিউরিটি পার্টনার এইজিস সিকিউরিটি ফোর্স, মেডিক্যাল পার্টনার স্কয়ার হসপিটালস, হসপিটালিটি পার্টনার দ্য ওয়েস্টিন ঢাকা, রেডিও পার্টনার রেডিও দিনরাত ৯৩.৬ এফএম, রেজিস্ট্রেশন পার্টনার টিকেটচাই এবং ব্রডকাস্ট পার্টনার মাছরাঙা টেলিভিশন। এছাড়াও ফেসবুকের ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ পেজ এবং নিজস্ব ইউটিউব চ্যানেলে পুরো অনুষ্ঠানটি লাইভ দেখার সুযোগ থাকবে।
×