ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কর বাহাদুর সম্মাননা দেয়া হলো ৮৪ পরিবারকে

প্রকাশিত: ০৬:১২, ৯ নভেম্বর ২০১৭

কর বাহাদুর সম্মাননা দেয়া হলো ৮৪ পরিবারকে

স্টাফ রিপোর্টার ॥ সেরা করদাতা ও কর বাহাদুর পরিবারকে সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রধান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা দেয়া হয়। জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা অনুযায়ী ১৪১ দীর্ঘমেয়াদী করদাতাসহ সারাদেশে ৫১৭ জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেয়া হয়। নীতিমালা অনুযায়ী ব্যক্তি পর্যায়ে ৭৬, কোম্পানি ৫৫ এবং অন্যান্য ক্যাটাগরিতে ১০ জন সেরা করদাতার সম্মাননা ও ট্যাক্স কার্ড পান। একই সঙ্গে একই পরিবারের সদস্যরা যারা দীর্ঘদিন কর দিয়ে আসছেন এমন ৮৪টি পরিবারকে দেয়া হয়েছে কর বাহাদুর সম্মাননা। অর্থমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননাপ্রাপ্ত করদাতা ও করবাহাদুর পরিবারকে ক্রেস্ট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। এ বছর ব্যক্তি পর্যায়ে সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে সেরা করদাতা সম্মাননা পেয়েছেন, স্যামুয়েল এস চৌধুরী, গোলাম দস্তগীর গাজী, আলী হোসেন আকবর আলী, অনিতা চৌধুরী এবং এম আনিস-উদ-দৌল্লা। ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতা সম্মাননা পেয়েছেন, কামরুল আশরাফ খান, মোঃ কাউছ মিয়া, আব্দুল কাদির মোল্লা, খন্দকার বদরুল হাসান ও মোহাম্মদ কামাল। যাদের বয়স ৪০ বছরের নিচে অর্থাৎ তরুণ উদ্যোক্তা হিসেবে সেরা করদাতা সম্মাননা পেয়েছেন মোঃ শাহনেওয়াজ, নাফিস শিকদার, গাজী গোলাম মূর্তজা, একেএম আতাউল করিম এবং সৈয়দ মোহাম্মদ তানভীর। খেলোয়াড় ক্যাটাগরিতে তিন জন এই সম্মাননা পেয়েছেন। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খান পেয়েছেন এই সম্মাননা। বিপিএল খেলার কারণে উপস্থিত থাকতে পারেননি তারা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি এই সম্মাননা গ্রহণ করেছেন। এছাড়াও এ বছর অভিনেতা/অভিনেত্রী ক্যাটাগরিতে মেহের আফরোজ শাওন, সাকিব খান রানা এবং জাহিদ হাসান সম্মাননা পান। শিল্পী ক্যাটাগরিতে সম্মনানা পেয়েছেন রুনা লায়লা, এস ডি রুবেল এবং রেজওয়ানা চৌধুরী বন্যা। এ বছর মহিলা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন সহোদর দুই বোন লায়লা হোসেন ও হোসনে আরা হোসেন ছাড়াও বুলা চৌধুরী, নিশাত ফারজানা চৌধুরী এবং পারভীন হাসান। এছাড়াও ব্যক্তি শ্রেণীর ক্যাটাগরির মধ্যে গেজেটেড মুক্তিযোদ্ধা ৫, প্রতিবন্ধী ৩, বেতনভোগী ৫, চিকিৎসক ৫, সাংবাদিক ৫, আইনজীবী ৫, প্রকৌশলী ৩, স্থপতি ৩, এ্যাকাউন্ট্যান্ট ৩, নতুন করদাতা ৭ ও অন্যান্য ক্যাটাগরিতে ৩ জনকে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেয়া হয়। এছাড়াও দীর্ঘদিন কর দেয়া পরিবারকে ‘কর বাহাদুর’ সম্মাননা দেয়া হয়। এর মধ্যে ঢাকায় ১৬টি পরিবার। চট্টগ্রামে ৮টি পরিবার এবং ৬০ জেলায় ৬০টি পরিবারকে এই সম্মাননা দেয়া হয়। রাঙামাটি ও খাগড়াছড়িতে কোন পরিবার মনোনয়নের জন্য পাওয়া যায়নি। ‘কর বাহাদুর’ সম্মাননা পাওয়ার পূর্বে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জনকণ্ঠকে বলেন, সম্মাননা উৎসাহিত করে। এনবিআরের এই কার্যক্রম আরও বাড়াতে হবে যদিও এখন সবাই উৎসাহিত হচ্ছে। এই সম্মানও একটা ভাল বার্তা বহন করবে। ‘কর বাহাদুর’ সম্মাননা পেয়ে আব্দুস সালাম মুর্শেদী জানান, আমি মনে করি এই সম্মান অন্যদের কর দিতে উৎসাহ সৃষ্টি করবে এবং করদাতা বাড়বে। দেশের উন্নয়নে এই কর দেয়া দরকার বলেও জানান তিনি। সেরা করদাতা সম্মাননা পেয়ে খ্যাতনামা কণ্ঠশিল্পী রুনা লায়লা জনকণ্ঠকে বলেন, এই সম্মান একটা স্বীকৃতি। এই স্বীকৃতির মাধ্যমে অনেকেই এগিয়ে আসবে। আমাদের সবারই দায়িত্বশীল হওয়া প্রয়োজন। করের টাকার সুষ্ঠু ব্যবহার হোক সে প্রত্যাশাই তার। জাতীয় আয়কর দিবসে রচনা প্রতিযোগিতায় সেরা ১২ শিক্ষার্থীকেও সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে। এছাড়াও রাজস্ব নিয়ে রিপোর্ট করার জন্য সাংবাদিকদেরও সম্মাননা দেয়া হয়। প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, অনলাইন এবং নারী মোট চারটি ক্যাটাগরিতে ১৩ সাংবাদিককে দেয়া হয় সম্মাননা পুরস্কার। অনুষ্ঠানে রাজস্ব বোর্ডের বিভিন্ন কমিশনারসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মঙ্গলবার শেষ হয় সাত দিনব্যাপী কর মেলার। যেখানে গত বছরের চেয়ে ৮৭৬ কোটি ৫৩৮ লাখ ৪১০ টাকা বেশি কর আহরণ হয়েছে। এবারের আয়কর মেলা থেকে ২২১৭ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ২২১ টাকার রেকর্ড সংখ্যক আয়কর আহরণ করা হয়।
×