ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘প্রিন্স আবদুল আজিজ বিন ফাহদ জীবিত ও সুস্থ’

প্রকাশিত: ০৪:৩৩, ৯ নভেম্বর ২০১৭

‘প্রিন্স আবদুল আজিজ বিন ফাহদ জীবিত ও সুস্থ’

সৌদি আরবে শীর্ষ পর্যায়ে দুর্নীতি দমন বিরোধী অভিযানে নিহত হয়েছেন রাজ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদ এমন খবর রিয়াদ মঙ্গলবার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এএফপি। মঙ্গলবার মরহুম বাদশাহ ফাহাদের পুত্র প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদকে নিরাপত্তা হেফাজতে হত্যা করা হয়েছে অথবা সপ্তাহান্তে চালানো দুর্নীতি বিরোধী ব্যাপক শুদ্ধি অভিযানের প্রেক্ষাপটে গ্রেফতার এড়াতে গিয়ে তিনি নিহত হন বলে সংবাদ প্রচারিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ প্রেক্ষাপটে এক বিবৃতিতে তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদের মৃত্যু নিয়ে যে সংবাদ প্রচার করা হচ্ছে তা একেবারে ভিত্তিহীন এবং এটি শুধুই গুজব। তিনি আরও বলেন, প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদ জীবিত ও সুস্থ রয়েছেন। তবে এ ব্যাপারে সরাসরি মন্তব্যের জন্য প্রিন্সকে পাওয়া যায়নি। ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে প্রধান করে দুর্নীতি দমন কমিশন গঠনের পরপরই সপ্তাহান্তে চালানো ব্যাপক শুদ্ধি অভিযানে প্রিন্স, মন্ত্রী ও কোটিপতি আল-ওয়ালিদ বিন তালালসহ সরকারের শীর্ষ পর্যায়ের অনেককে গ্রেফতার বা বরখাস্ত করা হয়। আধুনিক সৌদি আরবের ইতিহাসে দেশটির শীর্ষ পর্যায়ে এটি ছিল সবচেয়ে বড় ধরনের শুদ্ধি অভিযান।
×