ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আরব আমিরাতে সংক্ষিপ্ত সফরে হারিরি, লেবাননে সঙ্কট বাড়ছে

প্রকাশিত: ০৪:৩২, ৯ নভেম্বর ২০১৭

আরব আমিরাতে সংক্ষিপ্ত সফরে হারিরি, লেবাননে সঙ্কট বাড়ছে

লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি সংযুক্ত আরব আমিরাতে এক সংক্ষিপ্ত সফর শেষে সৌদি আরব ফিরেছেন। মঙ্গলবার মাত্র কয়েক ঘণ্টার জন্য তিনি আবুধাবি যান। খবর ওয়েবসাইটের। কি কারণে এই সফর তা জানা যায়নি। সাদের ফিউচার টেলিভিশন জানিয়েছে, পদত্যাগী প্রধানমন্ত্রী এরপর বাহরাইন সফরে যাবেন। তারাও এসব সফরের কারণ বলতে পারেনি। প্রাণনাশের হুমকির কথা জানিয়ে শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে এক টেলিভিশন বার্তায় পদত্যাগের ঘোষণা দেন সাদ। এজন্য ইরান ও হিজবুল্লাহকেও দায়ী করেন তিনি। দুই বছরের রাজনৈতিক অচলাবস্থার পর গত বছর ক্ষমতা কাঠামো নিয়ে সুন্নি ও শিয়া সমর্থিত প্রধান দলগুলোর সমঝোতায় লেবাননের প্রধানমন্ত্রী হন সাদ হারিরি। সমঝোতায় অংশ নেয়া দলগুলোর মধ্যে হিজবুল্লাহও আছে, ২০০৫ সালে গাড়ি বোমা হামলায় হারিরির বাবা রফিক আল-হারিরির মৃত্যুর পেছনে শিয়া এই গোষ্ঠীটির হাত আছে বলে সন্দেহ করা হয়। হারিরি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেয়ায় লেবানন নতুন করে রাজনৈতিক সঙ্কটে পড়তে পারে বলে ধারণা বিশ্লেষকদের। তার পদত্যাগ দেশটির ইরান সমর্থিত শিয়া ও সৌদি আরব সমর্থিত সুন্নি গোষ্ঠীগুলোকে মুখোমুখি অবস্থায় নিয়ে যেতে পারে বলেও ধারণা তাদের। তেহরান লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রীর অভিযোগ অস্বীকার করে বলেছে, ইসরাইল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর ষড়যন্ত্রেই সাদ পদ ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।
×