ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

চীনা আলোকচিত্রীর ক্যামেরায় বাংলাদেশের রূপ

প্রকাশিত: ০৮:৫৬, ৮ নভেম্বর ২০১৭

চীনা আলোকচিত্রীর ক্যামেরায় বাংলাদেশের রূপ

স্টাফ রিপোর্টার ॥ আলোকচিত্র ও চলচ্চিত্রের সম্মিলনে অনুষ্ঠিত এক উৎসব। বাংলাদেশী আলোকচিত্রীদের ক্যামেরায় চীন দেশের এবং চীনা আলোকচিত্রীদের ক্যামেরায় বাংলাদেশের রূপ উঠে এসেছে। সে সঙ্গে শুরু হয়েছে চীনা চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার থেকে শুরু হলো এ আয়োজন। বাংলাদেশের চীনা দূতাবাসের সঙ্গে যৌথভাবে সপ্তাহব্যাপী এ আয়োজন করেছে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই), চীনা চলচ্চিত্র মহাফেজখানা, বাংলাদেশে প্রবাসী চীনাদের সংস্থা। সহযোগিতায় ছিল সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম ও চায়না ডটকম। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘চীন-বাংলাদেশ মৈত্রী বছর : সুন্দর মুহূর্ত’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী এবং চীনা চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। হাসানুল হক ইনু বলেন, চীন ও বাংলাদেশের মানুষে মানুষে সম্পর্ক হাজার বছরের পুরনো। দু’দেশের রাষ্ট্র ও সরকারের মধ্যেও সম্পর্কের সেতু বন্ধন রচিত হয়েছে। তাই বলা যায়, দু’দেশের মধ্যে সম্পর্ক এখন ত্রিমাত্রিক। তিনি আরও বলেন, ছবি সবসময় সঠিক কথা বলে। ইতিহাসকে সঠিকভাবে চিত্রায়িত করে, এতে লুকোছাপার কিছু নেই। এই আলোকচিত্র প্রদর্শনী দুই দেশের জীবনযাত্রার কথা তুলে ধরে দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে দেবে। বাংলাদেশ ও চীনের পর্যটক, শৌখিন ও পেশাদার আলোকচিত্রীদের পাশাপাশি দূতাবাসের কর্মকর্তাদের তোলা ছবি নিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। এতে উঠে এসেছে দুই দেশের ভূ-প্রকৃতি আর মানুষের জীবনযাপনের গল্প। উন্নয়নমূলক নানা কর্মকা-ের পাশাপাশি আলোকচিত্র প্রদর্শনীতে উঠে এসেছে নারী ও শিশুদের সামাজিক অবস্থানের কথাও। ‘ঢাকায় রাজধানী প্রতিষ্ঠায় সম্রাট জাহাঙ্গীরের অবদান’ ॥ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে মঙ্গলবার অনুষ্ঠিত হলো ‘ঢাকায় রাজধানী প্রতিষ্ঠায় সম্রাট জাহাঙ্গীরের অবদান’ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল জলিল মিঞা । স্বাগত বক্তব্য রাখেন জাদুঘরের সচিব শওকত নবী। আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. আয়েশা বেগম, ড. মুহাম্মাদ সিদ্দিক, ইদ্রিসুর রহমান, মহসিন হোসাইন, ড. মোঃ আলমগীর প্রমুখ। বক্তারা সম্রাট জাহাঙ্গীরের অবদান আগামী প্রজন্মের সামনে তুলে ধরার জন্য ইতিহাসের ব্যাপক চর্চা প্রয়োজন বলে মত দেন। আব্দুল জলিল মিঞা বলেন, সম্রাট জাহাঙ্গীরের হৃদয় ছিল মহৎ। তিনি ছিলেন ন্যায়বিচারক এবং সর্বদাই প্রজাদের কল্যাণের কথা ভেবেছেন। তিনি ছিলেন শিল্পকলার উৎসাহদাতা এছাড়াও তার ন্যায়বিচারের অসংখ্য উদাহরণ রয়েছে। তিনি ইসলাম-খান-চিশতীকে সুবে বাংলার সুবেদার নিযুক্ত করেন। ইসলাম-খান-চিশতী দাফতরিক কাজের সুবিধার্থে রাজধানী স্থানান্তর করেন ১৬১০ সালে এবং ঢাকা প্রথমবারের মতো বাংলার রাজধানীর মর্যাদা লাভ করে।
×