ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষ হলো আয়কর মেলা রেকর্ড ২২১৭ কোটি ৩৩ লাখ টাকা সংগ্রহ

প্রকাশিত: ০৮:৩২, ৮ নভেম্বর ২০১৭

শেষ হলো আয়কর মেলা রেকর্ড ২২১৭ কোটি ৩৩ লাখ টাকা সংগ্রহ

স্টাফ রিপোর্টার ॥ অভূতপূর্ব সাড়া আর করদাতাদের প্রত্যাশা অনুযায়ী এক ছাদের নিচে করসেবা প্রদানের মাধ্যমে শেষ হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৭। শেষদিন ঢাকাসহ সারাদেশে ৪৮ স্পটে মেলা অনুষ্ঠিত হয়। এবার আয়কর মেলা থেকে রেকর্ড ২২১৭ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ২২১ টাকার আয়কর আহরণ করা হয়েছে। যা গত বছরের চেয়ে ৮৭৬ কোটি ৫৩৮ লাখ ৪১০ টাকা বেশি। এদিকে আয়কর মেলার শেষদিনও ছিল করদাতা-সেবাগ্রহীতাদের উপচেপড়া ভিড়। এবার আয়কর মেলায় রিটার্ন দাখিল করেছেন ৩ লাখ ৩৫ হাজার ৪৮৭ জন। গত বছর ছিল এক লাখ ৯৪ হাজার ৫৯৮। এ বছর মেলায় সেবাগ্রহণ করেছেন ১১ লাখ ৬৯ হাজার ৫৬৯ আয়কর দাতা। আয়কর মেলা শেষ হলেও ৯ নবেম্বর থেকে মেলায় বিদ্যমান সকল করসেবা, ইনকাম ট্যাক্স আইডি কার্ড কর অঞ্চলে প্রদান করা হবে। ১২-২৩ নবেম্বর সকল কর অঞ্চলে আয়কর মেলার মতোই রিটার্ন গ্রহণ করা হবে। ২৪-৩০ নবেম্বর সারাদেশে সকল কর অঞ্চলে আয়কর সপ্তাহ পালিত হবে। সেখানে মেলার পরিবেশে মেলার মতোই সকল কর সেবা প্রদান করা হবে এবং করদাতারা ইনকাম ট্যাক্স আইডি কার্ড নিতে পারবেন বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়কর মেলা ২০১৭-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, শুরুতে যেখানে দুটি স্পটে মেলা হতো, এবার ১৬৭টি স্পট। এটি একটি বিরাট অর্জন। ট্যাক্স ব্যবস্থাপনার মাধ্যমে রাষ্ট্রকে যেন ব্যথা না দেয়া হয় সে আহ্বানও জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ বলেন, জনগণের যে ভিড় দেখলাম তাতে আগামীতে ঢাকা উত্তর ও দক্ষিণে মেলা করা যায় কিনা সে বিষয়ে রাজস্ব বোর্ডকে ভাবতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান সভাপতির বক্তব্যে চলতি ২০১৭-২০১৮ অর্থবছরে রাজস্ব আদায়ে শুধু লক্ষ্যমাত্রা অর্জন নয়, তা অতিক্রম করার আশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, জাতির জনকের হাতে গড়া প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড। ১৯৭২-১৯৭৩ সালে মাত্র ১৬৬ কোটি টাকা রাজস্ব আহরণ দিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। কালক্রমে তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে কাক্সিক্ষত লক্ষ্যমাত্রায় এগিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর (সিনিয়র সচিব) ড. এম আসলাম আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নুমিতা হালদার। এ সময় আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম, ফরিদ উদ্দীন আহম্মদ চৌধুরী, সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুদকের সচিব শামছুল আরেফিনসহ মন্ত্রণালয় ও বিভাগের উর্ধতন কর্মকর্তাসহ রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সফল মেলা আয়োজনে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন কর অঞ্চল এবং স্টেকহোল্ডার প্রতিষ্ঠানকে সনদপত্র প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
×