ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো-খবর

প্রকাশিত: ০৬:৩২, ৮ নভেম্বর ২০১৭

টুকরো-খবর

শাবিতে হামলার প্রতিবাদ শাবি সংবাদদাতা ॥ ছিনতাইয়ের প্রতিবাদসহ নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর করা পরিবহন শ্রমিকদের হামলার নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’। মঙ্গলবার দুপরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনটির নেতাকর্মীরা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক কায়েস আল মিহরান জুমন বলেন, ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ রুটের সিএনজিতে উঠে ছিনতাইয়ের শিকার হচ্ছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। এ আন্দোলন কোন গোষ্ঠীর বিরুদ্ধে ছিল না। এটা ছিনতাইয়ের বিরুদ্ধে ছিল। অথচ পরিহবন শ্রমিকরা শিক্ষকসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তাদের আহত করে। শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। হামলার প্রতিবাদে মঙ্গল ও বুধবার দুদিন ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচীর আয়োজন করেছে সংগঠনটি। তাছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা ও হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জুমন জানান। ক্লিনিক মালিক গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরে অবস্থিত আল-মাহাদী ইসলামী হাসপাতাল নামের একটি বেসরকারী ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর ঘটনায় চার মাস পর পলাতক ক্লিনিক মালিক মুনসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে মুনসুর রহমানের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুঠিয়া থানা পুলিশ। গত ৯ আগস্ট আল-মাহাদী ইসলামী হাসপাতাল ক্লিনিকে ভুল চিকিৎসায় অপারেশন টেবিলে পেটের ভেতর নবজাতকসহ পান্না বেগম নামের এক প্রসূতির মৃত্যু হয়। খবর পেয়ে ওই দিনই পুলিশ ক্লিনিকে হানা দিলে ভুয়া ডাক্তারসহ ক্লিনিক মালিক পালিয়ে যায়। পরে ক্লিনিকের নার্সকে আটক করে পুলিশ। ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্লিনিকটি সিলগালা করেন। খুনীদের গ্রেফতার দাবি স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার কাশিপুরে তুহিন হাওলাদার মিল্টন ও তার কর্মচারী পারভেজের খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিহত মিলটনের স্ত্রী মাজেদা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন চাচাত ভাই সাইফুল্লাহ তারেক। এ সময় মাজেদা বেগমের সঙ্গে তার তিন মেয়ে মেহেরুন আক্তার, মাইসা, মরিয়ম এবং খালাত ভাই মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ অক্টোবর রাতে সদর উপজেলার ফতুল্লা থানার কাশিপুরে এমএ মজিদ ও হাসানের নির্দেশে স্থানীয় সন্ত্রাসী জাহাঙ্গীর আলম বেপারী, বাপ্পি, রবিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী মিলটন পারভেজকে কুপিয়ে হত্যা করে। হত্যার পর খুনীরা আলামত নষ্ট করার জন্য ঘটনাস্থলে আগুন ধরিয়ে দেয়। ইতোমধ্যে গ্রেফতার কয়েক আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানিয়েছে, এমএ মজিদের নির্দেশে তাদের হত্যা করা হয়েছে। ঘটনার ২৬ দিন অতিবাহিত হলেও পুলিশ মূল হোতাকে গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। হামলার প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ও সাধারণ সম্পাদক সবুর আলী সেখের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে বনবাড়িয়া বাজারে ইউপি অফিসের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মুখে কালো কাপড় বেঁধে এলাকার হাজারো নারী-পুরুষ এই মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। মানববন্ধন শেষে ইউপি অফিসে সবুর আলীর পরিবারের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে সবুর আলীর মা সুফিয়া খাতুন তার ছেলের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তিনি অভিযোগ করেছেন, তার গোটা পরিবারই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে তার পরিবারের নিরাপত্তা দাবি করেছেন। গুরুতর আহত সবুর সেখ বলেছেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত ১২ জনকে আসামি করে মামলা করেছিলেন। তারা এখন জামিন নিয়ে আবারও হত্যার হুমকি দিচ্ছে। হত্যাকারীরা তাকে হত্যা করে উপনির্বাচন চায় বলেও তিনি অভিযোগ করেছেন। ট্রেনের ধাক্কায় মহিলা নিহত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে মঙ্গলবার ট্রেনের ধাক্কায় এক মহিলা নিহত হয়েছে। আনুমানিক ৪৫ বছর বয়সের নিহত ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ের জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এসএম রকিবুল হক জানান, কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায় মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-রাজশাহী রেলরুট পার হচ্ছিল ওই মহিলা। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সে ঘটনাস্থলেই নিহত হয়। বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সেচ পাম্পের তারে জড়িয়ে মারা গেছে কৃষক আব্দুল মালেক (৫০) জানা গেছে, ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের পোলাডাঙ্গা জিন্নানগরে সোমবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পাল্টাপাল্টি মিছিল স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে ৭ নবেম্বর উপলক্ষে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার এম রহমান কমপ্লেক্স এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক গোলাম সারোয়ার কবিরের নেতৃত্বে প্রায় ৩ হাজার নেতাকর্মীর বিশাল একটি শোক র‌্যালি বের হয়। এ সময় পথসভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মসিউর রহমান মামুন, খলিলুর রহমান মাস্টার, রমিজ উদ্দিন, জিএম লতিফ, আলহাজ আঃ লতিফ মিয়া, ওয়াহিদুর রহমান জিঠু, পারভেজ শিকদার পনির, জাস্টিজ খান, জাকির হোসেন প্যারট, রুবেল হোসেন জয়, সাব্বির শেখ, আবির রায়হান সৈকত, জহুরুল ইসলাম লিমন প্রমুখ। অপরদিকে উপজেলা বিএনপির দুই গ্রুপ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলাদাভাবে কর্মসূচী পালন করে। সকাল নয়টার দিকে উপজেলা বিএনপির মমিন আলী-দেলোয়ার হোসেন গ্রুপ শ্রীনগর বাজারে যুবদল কার্যালয়ের সামনে সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন আলহাজ মমিন আলী, আলহাজ সেলিম হোসেন খান, মোঃ দেলোয়ার হোসেন, জাহানারা বেগম, শামসুল আলম খোকন, আব্দুল হাই তালুকদার, মতিউর রহমান মতিন, দিদার, প্রমুখ। উপজেলা বিএনপির শহিদুল ইসলাম-আবুল কালাম কানন গ্রুপ বিকেল চারটার দিকে ডাকবাংলা সংলগ্ন এলাকায় সমাবেশ করে। কোটি টাকার ভারতীয় স্যান্ডেল আটক স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ১ কোটি ২১ লাখ ৪৯ হাজার দু শ’ টাকার ভারতীয় স্যান্ডেল আটক করেছে রাজবাড়ী থেকে মঙ্গলবার বিজিবি। একটি ট্রাকে করে এই স্যান্ডেল শিবগঞ্জ সীমান্ত থেকে গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছিল। একই দুই জনকে আটক করা হয়। তারা হচ্ছে কানসাট এলাকার মফিজ চৌকিদারের ছেলে মিরু আহম্মেদ ও মহোনবাগ এলাকার সুমান মিঞার ছেলে শান্তু মিঞা। আটককৃতরা জানান তারা ইতোপূর্বেও একইভাবে ১৭ বার ভারতীয় স্যান্ডেল নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে চাঁপাই সদর থানায় মামলা হয়েছে। মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৫ মাস পর আশেক হাসান হৃদয় (১২) নামর এক মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জগন্নাথপুরের দুর্গাপুর ব্রিজ সংলগ্ন স্থান থেকে চাপা অবস্থায় কঙ্কালটি উদ্ধার করা হয়। সে জগন্নাথপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। পুলিশ জানায়, দুপুরে একটি সাবান ফ্যাক্টরি সংলগ্ন জায়গায় মাটি চাপা দেয়া অবস্থায় শিশুটির কঙ্কাল উদ্ধার করা হলে নিখোঁজ হওয়া শিশুটির মা নাজমা বেগম কঙ্কালের সঙ্গে ছেলের পরিধানের কাপড় দেখে ছেলের লাশ শনাক্ত করে।
×