ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ফেরিঘাটে দীর্ঘ যানজট ॥ চরম ভোগান্তি

প্রকাশিত: ০৬:৩১, ৮ নভেম্বর ২০১৭

রূপগঞ্জে ফেরিঘাটে দীর্ঘ যানজট ॥ চরম ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৭ নবেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত কাঞ্চন সেতু সংস্কার কাজের কারণে ৭২ ঘণ্টা বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্তৃপক্ষ। সোমবার রাত ১০টা থেকে সেতু দিয়ে যনাবাহন চলাচল বন্ধ থাকায় চাপ পড়েছে মুড়াপাড়া শীতলক্ষ্যা নদীর ফেরিঘাটের ওপর। মঙ্গলবার সকালে ফেরিঘাটের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিকেল ৫টায় যানজট ভয়াবহ আকার ধারণ করে। সেতু বন্ধ থাকায় ছোট-বড় সব ধরনের যানবাহন ফেরিঘাট ব্যবহার করছে। বিশেষ করে বিদেশগামী লোকজন সময়মতো বিমানবন্দরে না পৌঁছতে পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে হেঁটেই বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। জানা গেছে, যশোর, মাগুরা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, নাটোর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, ময়মনসিংহসহ বেশ কয়েকটি জেলার পণ্যবাহী যানবাহন এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক ব্যবহার করে কাঞ্চন সেতু পার হয়ে সিলেট, ভৈরব, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, মীরসরাই, ভোলাসহ বিভিন্ন জেলা-উপজেলায় আসা-যাওয়া করছে। এজন্য সব সময়ই কাঞ্চস সেতুর দুই পাশে যানবাহনের চাপ থাকে বেশি।
×