ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে দুই জেএমবি সদস্যের অস্ত্র মামলায় ৪ সাক্ষীর বিরুদ্ধে পরোয়ানা

প্রকাশিত: ০৬:২৯, ৮ নভেম্বর ২০১৭

দিনাজপুরে দুই জেএমবি সদস্যের অস্ত্র মামলায় ৪ সাক্ষীর বিরুদ্ধে পরোয়ানা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে শীর্ষ ২ নব্য জেএমবির সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র মামলায় ৪ সাক্ষীকে আদালতে হাজির করতে বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। মঙ্গলবার জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদের আদালতে এই চাঞ্চল্যকর অস্ত্র মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। দুপুর সাড়ে ১২টায় এই মামলার আসামি নব্য জেএমবির শীর্ষ ২ এহসার সদস্য লালমনিরহাট সদর উপজেলার বানভাষা গ্রামের শামসুল আলম খন্দকারের পুত্র মোসাব্বিরুল আলম খন্দকার ওরফে প্রিন্স (২৮) ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামের সাখওয়াত হোসেনের পুত্র শরিফুল ইসলাম ওরফে ডেনিসকে (৩০) কড়া পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয়। গত ১৭ সেপ্টেম্বর মামলার সাক্ষীদের আদালতে হাজির করতে সমনজারি করা হয়েছিল। সমন পেয়ে মামলার এজাহারকারী বীরগঞ্জ থানার এসআই শাহাদত হোসেন মঙ্গলবার আদালতে হাজির হয়ে তার সাক্ষ্য প্রদান করেন। অপর ৪ জন সাক্ষী আদালতে হাজির না হওয়ায় আদালতে হাজির করে সাক্ষ্য দেয়ার জন্য বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। ওই ৪ সাক্ষী হলেন বীরগঞ্জ উপজেলার সিংড়া গুচ্ছগ্রামের সিরাজুল ইসলামের পুত্র মোশাররফ হোসেন, ইসমাইল হোসেনের পুত্র আমির আলী এবং একই উপজেলার প্রাণনগর গ্রামের মফিজুল হকের পুত্র এমদাদুল হক ও রইসউদ্দীনের পুত্র মহির উদ্দীন। সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার বিকেলে তাদের কড়া পুলিশ প্রহরায় জেল হাজতে পাঠানো হয়।উল্লেখ্য, ২০১৫ সালের ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া গুচ্ছগ্রামের সিরাজুল ইসলামের আলু ক্ষেত থেকে নব্য জেএমবির শীর্ষ এহসার সদস্য মোসাব্বিরুল আলম খন্দকারকে ৪২ রাউন্ড গুলি ও ১টি অত্যাধুনিক রাইফেলসহ স্থানীয় লোকজন আটক করে। বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত ॥ অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সুন্দরবনে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নান্নু মোল্লা (৪৭) নিহত হয়েছে। এ সময় তিনটি পাইপগান, একটি থ্রিনটথ্রি বন্দুক, একটি একনলা বন্দুক ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব-৬ এর লে. কমান্ডার জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে অভিযানে গেলে বনদুস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলিবর্ষণ করে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে বনদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে নান্নু মোল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে শ্যামনগর হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়। কর্ণফুলীতে লবণসহ জাহাজডুবি নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৭ নবেম্বর ॥ আমদানি করা ক্রুড লবণসহ কর্ণফুলী নদীতে ডুবে গেছে একটি লাইটার জাহাজ। চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে করে পটিয়া ইন্দ্রপুল লবণ শিল্পনগরীতে নেয়ার পথে দু’টি জাহাজের সংঘর্ষে এমভি মালতি নামের জাহাজটি মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শাহ আমানত তৃতীয় সেতুর উত্তর-পূর্ব পাশে ডুবে যায়। জাহাজটিতে শিল্প নগরীর মোস্তফা সল্ট রিফাইনারিসহ ৪ প্রতিষ্ঠানের নামে আমদানি করা ৬শ’ টন অপরিশোধিত লবণ ছিল। জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। জানা গেছে, ভারত থেকে বড় জাহাজে করে ক্রুড লবণ আসার পর চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে করে ৯শ’ টন লবণসহ এমভি মালতি জাহাজ মঙ্গলবার সকালে কর্ণফুলী নদী হয়ে পটিয়ার উদ্দেশে রওনা দেয়। জাহাজটি শাহ আমানত সেতু এলাকায় পৌঁছলে পিছন থেকে ‘বাংলার সৈনিক’ নামের অপর একটি জাহাজ ধাক্কা দিলে মালতির নিচে ফুটা হয়ে যায়। এ সময় পানি ঢুকে ক্রুড লবণবাহী জাহাজটি পুরোপুরি ডুবে যায়।
×