ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিরল রোগে আক্রান্ত স্বর্ণালীর প্রাথমিক চিকিৎসা শুরু

প্রকাশিত: ০৬:২৮, ৮ নভেম্বর ২০১৭

বিরল রোগে আক্রান্ত স্বর্ণালীর প্রাথমিক চিকিৎসা শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ উন্নত চিকিৎসার জন্য ‘মুক্তামণি’র মতো বিরল রোগে আক্রান্ত পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের টেকাটাপাড়া গ্রামের শিশু স্বর্ণালীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিভিল সার্জনের তত্ত্বাবধানে মঙ্গলবার দুপুরে স্বর্ণালীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এখন সে রামেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডের ২৩ নম্বর বেডে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় তার সব রকম পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর তার চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উন্নত চিকিৎসার জন্য স্বর্ণালীকে ঢাকাতেও স্থানান্তর করা হতে পারে। তার হাতে যে রোগের লক্ষণ তা মুক্তামণির মতো কিনা তাও মিলিয়ে দেখা হবে। তবে প্রাথমিকভাবে মুক্তামণির হাতের যে রোগ স্বর্ণালীর হাতেও একই রোগের লক্ষণ মিলেছে বলে জানা গেছে। এদিকে সিভিল সার্জনের পক্ষে এ নিয়ে একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে। এ টিমের সদস্যরা প্রাথমিক অবস্থায় স্বর্ণালীর খোঁজ-খবর নিবেন এবং চিকিৎসার তত্ত্বাবধান করবেন। সিভিল সার্জন ডাঃ সঞ্জিত কুমার শাহা জানান, স্বর্ণালীর হাতের সব ধরনের চিকিৎসার উদ্যোগ নেয়া হয়েছে। মঙ্গলবার তাকে রাজশাহীতে নিয়ে এসে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দেখছেন। তাদের পরামর্শক্রমে যদি সম্ভব হয় তাহলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালেই তার চিকিৎসা চলবে। যদি আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে ঢাকায় পাঠানো হবে।
×