ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোলায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ০৬:২৮, ৮ নভেম্বর ২০১৭

ভোলায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৭ নবেম্বর ॥ ভোলার তজুমদ্দিন উপজেলায় মা ইলিশ রক্ষার জেলেদের নামে বরাদ্দকৃত চাল এখনও যথাযথভাবে বিতরণ হচ্ছে না। অভিযান শেষ হওয়ার ১৬ দিন পর মঙ্গলবার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের জেলেদের ওই চাল বিতরণ করতে গিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বররা চাল কম দিচ্ছেন। এমনকি চাল পেতে ২০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও প্রকৃত জেলেদের বদলে ভুয়া জেলেদের চাল দেয়ায় প্রকৃত জেলেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অনেক জেলে চাল না পেয়ে খালি হাতে ফিরে যান। মঙ্গলবার দুপুরে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদে সরেজমিন দেখা যায়, অসংখ্য নারী-পুরুষ চাল নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আবার কেউ কেউ বস্তায় করে চাল নিয়ে বাড়ি যাচ্ছেন। এ সময় দালালকান্দি গ্রামের তাছনুর জানান, তার স্বামী একজন জেলে। তার স্বামীর নামের চাল উত্তোলনের জন্য সকাল ৯টা থেকে বসে রয়েছেন। কিন্তু এখনও চাল পাননি। লাভলু মাঝি জানান, তারা নদীতে মাছ ধরেন কিন্তু যারা জেলে নয় তাদের চাল দেয়া হচ্ছে। এ বিষয়ে তজুমদ্দিন মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, তজুমদ্দিন উপজেলায় ৫ হাজার ৩১০ জন নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯শ’ জেলের নামে ২০ কেজি করে চাল বরাদ্দ এসেছে। সরকারী নিয়ম রয়েছে, জেলেদের ২০ কেজি করে দিতে হবে। চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর জানান, তার এলাকায় নিবন্ধনকৃত জেলেদের চাইতেও কম জেলের নামে চাল বরাদ্দ হয়। তাই তারা ইউএনওকে মৌখিকভাবে জানিয়ে জেলেদের ১৩ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত নেন। তবে জেলেদের চাল কম দেয়ার কথা স্বীকার করেন। এছাড়া আগামীকাল সভা করে যাচাই-বাছাই করে জেলেদের ২০ কেজি করে চাল দেয়া হবে বলে তিনি জানান।
×