ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে আগুনে পুড়ে মায়ের মৃত্যু, মেয়ে আহত

প্রকাশিত: ০৬:২৮, ৮ নভেম্বর ২০১৭

বাঁশখালীতে আগুনে পুড়ে মায়ের মৃত্যু, মেয়ে আহত

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ৭ নবেম্বর ॥ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ভাদালিয়া গ্রামে অগ্নিকান্ড হয়েছে। এ সময় অগ্নিকান্ডের দগ্ধ হয়ে হামিদা আক্তারের (২৯) মৃত্যু ঘটেছে। তাছাড়া নিহতের মেয়ে সাইমা আক্তার দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সোমবার গভীর রাতে সংঘটিত অগ্নিকান্ডের পর পুলিশ মঙ্গলবার সকালে নিহত মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। জানা যায়, পৌরসভার ১নং ওয়ার্ডের ভাদালিয়া গ্রামের তৈয়বুল্লাহর বাড়িতে সোমবার রাত ১টার দিকে রান্নাঘর থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। চট্টগ্রামে আমিন জুটমিল স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় আমিন জুটমিলের গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে আহত হন ফায়ার সার্ভিসের দুই সদস্যসহ তিনজন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে নগরীর বায়েজিদ, চন্দনপুরা, কালুরঘাট ও আগ্রাবাদ স্টেশন থেকে নয়টি গাড়ি অকুস্থলে ছুটে যায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিনির্বাপণ কাজে অংশ নিতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্যসহ তিনজন আহত হয়েছেন। বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমিন জুটমিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম সাংবাদিকদের জানান, মিলের ৪ নম্বর গুদামে এ আগুন লাগে। গুদামে প্রচুর পাট রয়েছে। এ অগ্নিকা-ের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরূপিত হয়নি। সাতক্ষীরায় সাত দোকান স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, কুমিরা বাসস্ট্যান্ড বাজারে আগুন লেগে ৭টি দোকানসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুমিরা বাসস্ট্যান্ডের বাজারে রামপ্রসাদের মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পাশের পল্লী চিকিৎসক সুব্রত ঘোষের ওষুধের দোকান, মুকুন্দ দাশের মুদি দোকান, রঞ্জিতা দাশের চায়ের দোকানসহ মধুসূদন পাল, বাবু মিত্র ও হাসেম আলীর দোকানসহ পরিবহন কাউন্টারে আগুন ছড়িয়ে পড়ে। ঠাকুরগাঁওয়ে ৩৫ ঘর নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে এক অগ্নিকা-ে ২০ পরিবারের ৩৫ বাড়িঘর ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার ভোরে মাদারগঞ্জ গ্রামের আজিজুলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কালকিনিতে দোকান নিজস্ব সংবাদদাতা কালকিনি, মাদারীপুর থেকে জানান, কালকিনিতে সাইদুল সরদার নামের এক প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে জানা যায়। মঙ্গলবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, পৌর এলাকার চরঝাউতলা গ্রামের অহেদ সরদারের প্রতিবন্ধী ছেলে সাইদুল উপজেলা সদরে একটি মুদির দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন।
×