ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লায় বাস চাপায় পিতা-পুত্র নিহত

প্রকাশিত: ০৬:২৭, ৮ নভেম্বর ২০১৭

কুমিল্লায় বাস চাপায় পিতা-পুত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৭ নবেম্বর ॥ কুমিল্লায় একটি বাসের চাপায় পিতা ও তার স্কুল পড়ুয়া শিশুপুত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলমপুর হদগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে আলমপুর হদগড়া গ্রামের হাজী আবদুল গফুরের পুত্র নাসির উদ্দিন (৩৮) ও তার কেজি শ্রেণীতে পড়ুয়া শিশুপুত্র নাজমুল হাসান নিহনকে (৭) কোটবাড়ির বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি মডেল স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাড়ি সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিল। এ সময় তিশা পরিবহনের যাত্রীবিহীন দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলে স্কুলছাত্র নিহন মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং নাসির উদ্দিনকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় বেলা ১২টার দিকে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। নিহত নাসির উদ্দিন একজন সমাজসেবী এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শে¦ ওই এলাকার হোটেল উজালার মালিক। চাঁপাইনবাবগঞ্জে ভ্যানচালক স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের রানীহাটি কলেজ মোড়ে মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রানীনগর গ্রামের লাল মোহাম্মাদের ছেলে আবদুল লতিফ (৩৮)। পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ১টি বালিভর্তি ট্রাক শিবগঞ্জ আসার পথে রানীহাটি কলেজ মোড়ের কাছে বিপরীত দিক থেকে আসা একটি রিক্সাভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় বালির নিচে চাপা পড়ে ভ্যানচালক। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি দল ঘটনাস্থলে এসে বালির নিচ থেকে আবদুল লতিফের মরদেহ উদ্ধার করে। দৌলতপুরে শিশু নিজস্ব সংবাদদাতা দৌলতপুর, কুষ্টিয়া থেকে জানান, দৌলতপুরে অটোরিক্সার ধাক্কায় রাফি (৫) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের দৌলতপুর-মিরপুর সড়কের শেরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাফি একই এলাকার রিপন ম-লের ছেলে। স্থানীয়রা জানায়, রাফি বাড়ির পার্শ্ববর্তী রাস্তা পার হওয়ার সময় মিরপুর থেকে ছেড়ে আসা দৌলতপুরগামী একটি যাত্রীবাহী অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাফি মারা যায়। চট্টগ্রামে যুবক স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নিহত মাহমুদ হোসেন (৩০) ওই এলাকার জনৈক রফিকুল ইসলামের পুত্র। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, হতভাগ্য মাহমুদ বায়েজিদ বাজারে মাছ কাটার কাজ করতেন। অক্সিজেন মোড় এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাভারে যুবক নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, গাড়িচাপায় অজ্ঞাত এক যুবক (৩৫) নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন বলিয়ারপুরের মধুমতি মডেল টাউনের সামনে থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
×