ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে থামছে না অবৈধ বালু উত্তোলন ॥ বিলীন হচ্ছে বাড়ি-জমি

প্রকাশিত: ০৬:২৫, ৮ নভেম্বর ২০১৭

মাদারীপুরে থামছে না অবৈধ বালু উত্তোলন ॥ বিলীন হচ্ছে বাড়ি-জমি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৭ নবেম্বর ॥ কোন কিছুতেই থামছে না নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল-জরিমানা করেও ঠেকাতে পারছে না প্রভাবশালীদের এই রমরমা ব্যবসা। আর অবৈধ বালু উত্তোলনের কারণে বহু বাড়ি-ঘর ও স্থাপনা নদ-নদীতে বিলীন হয়ে গেছে। ভিটে-মাটি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছে অনেক পরিবার। অবৈধ বালু উত্তোলনে চার উপজেলার মধ্যে শিবচর শীর্ষে অবস্থান করছে। জানা গেছে, প্রশাসনের অনুমতি ছাড়াই জেলার শিবচরের সাবেক আড়িয়াল খাঁ নদের শাখা ও বন্দরখোলা কোল (উন্মুক্ত জলাশয়) প্রতিবছর সরকার থেকে ইজারা দেয়া হয়। এই জলাশয়ে অবৈধভাবে ড্রেজার বসিয়ে প্রায় সারাবছরই বালু উত্তোলন করে বিক্রি করছে এক শ্রেণীর অবৈধ বালু ব্যবসায়ী। এ জলাশয় থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে পাইপ দিয়ে সরাসরি বালু নিয়ে দূর-দূরান্তের বিভিন্ন পুকুর-খাল বা জলাশয় ভরাট করা হচ্ছে দেদার। এতে একদিকে নদী পাড়ের মাটি আলগা হয়ে বাড়ি-ঘর ভেঙ্গে যাচ্ছে। অন্যদিকে পুকুর-খাল, ডোবা-জলাশয় ভরাট করার কারণে সামান্য বৃষ্টি নামলেই সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। ফলে পরিবেশের বিপর্যয়ের আশঙ্কা করছে সচেতন মহল। একই কারণে অনুমোদনবিহীন এসব ড্রেজার দ্বারা বালু উত্তোলন করায় সরকার হারাচ্ছে রাজস্ব। দীর্ঘদিন ধরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সাদীপুর থেকে পাঁচ্চর ইউনিয়নের ছোট বাহাদুরপুর হয়ে চান মিয়ার বেড়িবাঁধসহ বিভিন্নস্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পর পর দুটি অভিযান পরিচালিত হয়। সে সময় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের জেল-জরিমানাসহ ড্রেজার পুড়িয়ে দেয়। কিছুদিন পর জলাশয় থেকে আবার বালু উত্তোলন শুরু হয়।
×