ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় দ্বিতীয় তাপবিদ্যুত প্রকল্প

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন পল্লীর কাজ শুরু

প্রকাশিত: ০৬:২৪, ৮ নভেম্বর ২০১৭

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন পল্লীর কাজ শুরু

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৭ নবেম্বর ॥ ধানখালীর লোন্দা মৌজায় ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক দ্বিতীয় তাপ বিদ্যুত প্রকল্পের অধিগ্রহণকৃত জমির মালিকদের পুনর্বাসন পল্লীর কাজ শুরু হয়েছে। এ প্রকল্পের জন্য ১৫০ পরিবারকে পুনর্বাসনে ২৫ একর জমির অধিগ্রহণ প্রক্রিয়া আগেই সম্পন্ন হয়েছে। ৯২ কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে পুনর্বাসন পল্লী নির্মাণে। জানা গেছে, প্রায় ১৯ হাজার দুই শ’ কোটি টাকা ব্যয় ১৩২০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজির মাধ্যমে এ বিদ্যুত প্লান্টটি নির্মাণ করা হবে। এর মধ্যে ৮৬৯ কোটি টাকা ব্যয় অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, ভূমি সুরক্ষা, আবাসন, বাউন্ডারি দেয়াল নির্মাণ হবে। রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এসব কাজ সম্পন্ন করছে। এ বিদ্যুত প্রকল্পের জন্য লোন্দা মৌজায় মোট ৯১৫ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ পর্যায়ে। এক্সপোর্ট এজেন্সির মাধ্যমে দরপত্রের মধ্য দিয়ে ২০১৮ সালের শেষেরদিকে মূল বিদ্যুত প্লান্টের কাজ শুরু হবে। প্রথমেই ২৫ একর জমিতে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে পুনর্বাসন প্রকল্পের ভূমি উন্নয়নের কাজ শুরু হয়েছে। একদিকে বাড়িঘর-জমির টাকা তো পাবেই ক্ষতির শিকার লোকজন। এছাড়া এ প্রকল্পের ক্ষতিগ্রস্ত জমির মালিকরা ক্ষতিপূরণ পাচ্ছেন নির্ধারিত মূল্যের তিনগুণ অর্থ। আরপিসিএলের নির্বাহী পরিচালক সেলিম ভুইয়া নিশ্চিত করেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে প্রায় ৯২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যেখানে প্রত্যেক পরিবারকে এক হাজার ৫০ বর্গফুট আয়তনের নির্দিষ্ট বাউন্ডারি ঘেরা সেমি-পাকা ঘর তুলে দেয়া হবে। প্রত্যেক ঘরে তিনটি বেডরুমের পাশাপাশি খাবার ও রান্নাঘর থাকছে। এজন্য বরাদ্দ রয়েছে ৬০ কোটি টাকা। থাকছে এ প্রকল্পে বিদ্যুত সুবিধা। থাকছে রাস্তা, সড়ক বাতি, লেক। সাত হাজার তিন শ’ ১৬ বর্গফুট এলাকা নিয়ে নির্মাণ হবে মসজিদ। থাকছে কবরস্থান। দুই হাজার দুই শ’ ৫৯ বর্গফুট এলাকায় একটি মার্কেট নির্মাণ করা হবে। এক হাজার আট শ’ ২৯ বর্গফুট এলাকা নিয়ে নির্মিত হবে হাসপাতাল। হবে স্কুল-মাদ্রাসা নির্মাণ। নির্মাণ হচ্ছে বহুমুখী ব্যবহারের জন্য আটত্রিশ হাজার সাত শ’ ৩৬ বর্গমিটার এলাকায় একটি কমিউনিটি হল। থাকবে খেলার মাঠ, লেকসহ মিনি পার্ক। ৬৫ হাজার তিন শ’ ৪০ বর্গফুট আয়তনের একটি পুকুর খনন করা হবে।
×