ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের চার ধাপ উন্নতি

প্রকাশিত: ০৬:১১, ৮ নভেম্বর ২০১৭

বাংলাদেশের চার ধাপ উন্নতি

স্পোর্টস রিপোর্টার ॥ ১৯৮৫ সালের পর এশিয়া কাপে আবারও ষষ্ঠ স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। তাতে র‌্যাঙ্কিংয়ে উন্নতিও হয়েছে বেশ। হকিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমানকে টপকে চার ধাপ এগিয়েছেন জিমি-চয়নরা। আগের র‌্যাঙ্কিং ৩৪ থেকে চার ধাপ উন্নতিতে বর্তমানে ৩০তম অবস্থানে বাংলাদেশ। লাল-সবুজদের জায়গা ছেড়ে দিয়ে র‌্যাঙ্কিংয়ের ৩২ নম্বরে নেমে গেছে ওমান। র‌্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি অবশ্য লুকাতে পারছে না মাঠে বাংলাদেশের বিবর্ণদশা। ৩২ বছর পর ঢাকার মাটিতে হয়ে যাওয়া এশিয়া কাপে গ্রুপপর্বের তিন ম্যাচে ১৭ গোল হজমের বিপরীতে মাত্র ১টি গোল জিমি-চয়নদের। স্থান নির্ধারণী ম্যাচে চীনের বিপক্ষে পেনাল্টি শূট আউটে টুর্নামেন্টের একমাত্র জয়টি এসেছে বাংলাদেশের। তাতেই নিশ্চিত হয় ষষ্ঠ স্থান। উল্টো পিঠে ওমানের উন্নতি দেখা গেছে চোখে পড়ার মতো। কোন ম্যাচে জয় না পেলেও প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষের সঙ্গে বুক চিতিয়ে লড়েছে দলটি। খেলায় ছাপ আছে উন্নতিরও। র‌্যাঙ্কিংয়ে উন্নতির পর তাই সেটা ধরে রাখা আর খেলায় গতি ফেরানোই বাংলাদেশের এখন প্রধান চ্যালেঞ্জ।
×