ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক জুনিয়র টেনিস

প্রকাশিত: ০৬:১১, ৮ নভেম্বর ২০১৭

আন্তর্জাতিক জুনিয়র টেনিস

স্পোর্টস রিপোর্টার ॥ রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে চলমান ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা’য় মঙ্গলবার দিনটি ছিল বাংলাদেশের জন্য হতাশায় মোড়া। কেননা বালক এককে প্রথম রাউন্ডে জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে নাম লেখানো বাংলাদেশের চার প্রতিযোগীর সবাই এদিন নিজ নিজ খেলায় হেরে বিদায় নেয়। দ্বিতীয় রাউন্ডের খেলায় মালয়েশিয়ার জিয়ান কেয়ং ৬-১, ৬-০ গেমে বাংলাদেশের স্বাধীন হোসেনকে, থাইল্যান্ডের গুনতিনাম সোতিনান ২-৬, ৬-১, ৬-১ গেমে বাংলাদেশের ফারুক হোসেনকে, ভারতের শ্রীবাস্তব ৬-০, ৬-১ গেমে বাংলাদেশের জুয়েল রানাকে, ভারতের ঋষাব শারদা ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের জুবিন ওমরকে হারায়। এদিকে বালক দ্বৈতে প্রথম রাউন্ডে বাংলাদেশের জুয়েল রানা ও চাইনিজ তাইপের জো লি চ্যাং জুটি ৪-৬, ৬-৩, ১১-৯ গেমে ভারতের তরুষ বাঘাই ও ভারতের তুষার শরমা জুটিকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।
×