ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধোনিকে ঘিরে ফের বিতর্ক

প্রকাশিত: ০৬:১০, ৮ নভেম্বর ২০১৭

ধোনিকে ঘিরে ফের বিতর্ক

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ থেকে মহেন্দ্র সিং ধোনির অবসর নেয়া উচিত বলে মনে করছেন ভিভিএস লক্ষ্মণ ও অজিত আগারকার। ছোট্ট ফরমেটের ধুন্ধুমার ক্রিকেটে এখন আর তিনি চাহিদা পূরণ করতে পারছেন না, এমন মত সাবেক দুই তারকার। তবে গ্রেট সুনীল গাভাস্কার ও বিরেন্দর শেবাগ এবং বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ধোনির পাশেই আছেন। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়া সফরের মধ্যপথে হঠাৎই টেস্ট থেকে অবসর নেন ভারতকে দু’দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক। এরপর রঙিন পোশাকে তার পারফর্মেন্স নিয়ে প্রশ্ন ওঠে। তুমুল বিতর্কের মাঝে নেতৃত্ব ছাড়েন। এখন ওয়ানডে-টি২০ খেলছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, টি২০তে ৩৬ বছর বয়সী ধোনি নির্বাচকদের আতশী কাঁচের নিচে রয়েছেন। শেবাগ বলেন, ‘হ্যাঁ ধোনিকে রান তোলার গতি বাড়াতে হবে। প্রতি বলেই রান করতে হবে। ব্যাপারটা তাকে বোঝানোর দায়িত্ব টিম ম্যানেজমেন্টের।’ নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়া দ্বিতীয় টি২০তে ৩৭ বলে ৪৯ রান করেছিলেন তিনি। কিন্তু কোহলি ক্রিজে থাকাকালে তার সঙ্গে স্ট্রাইক বদলে এগিয়ে যেতে ব্যর্থ হয়েছেন। ব্যাপারটা লক্ষ্য করেই ধোনিকে টি২০ ছাড়ার পরামর্শ দিয়েছেন লক্ষ্মণ। আগারকার তো একটু আগ বাড়িয়ে বলেই দিয়েছেন, ভারতীয় দল টি২০তে ধোনিকে নাকি ‘মিস’ করবে না। কিন্তু শেবাগের মতে, ‘ধোনিকে এখনও ভারতীয় দলে দরকার, এমনকি টি২০তেও। আমি ওকে ভাল করেই জানি। সময় হলে সে ঠিকই সরে যাবে। তারজন্য কখনও কোন উঠতি খেলোয়াড়কে আটকে থাকতে হবে না।’ গাভাস্কার ‘আমরা ৩০-এর কমবয়সী খেলোয়াড়দের ভুলগুলো এড়িয়ে যাই। হার্দিক পা-িয়া গুগলি বুঝতে না পেরে আউট হয়েছে, কিন্তু আমরা তা দেখব না। আমরা এটাও দেখব না যে ওপেনাররা ভাল শুরু এনে দিতে পারেনি। আমরা শুধু ধোনিকেই দোষ দেব। এটা খুবই দুঃখজনক, আর এটাই ভারত।’ দ্বিতীয় টি২০তে নিউজিল্যান্ডের তোলা ১৯৭ রানের বিশাল ইনিংস তাড়া করতে ধোনি যখন ক্রিজে কোহলির সঙ্গে যোগ দেন তখন ভারত ৯.১ ওভারে ৬৭/৪। রানের চাকা সচল রেখে কোহলি ৪২ বলে ৮টি চার আর একটি ছক্কায় করেন ৬৫ রান। কোহলি যখন বাউন্ডারি হাঁকাচ্ছেন তখন ধোনি সিঙ্গেলের ওপরই নিভর্রশীল ছিলেন। লক্ষ্মণের মতে, ধোনির এই ধীরগতির ব্যাটিংয়েই ছন্দ পেয়ে যায় নিউজিল্যান্ড। ধোনি ঠিকভাবে জ্বলে উঠতে বেশ সময়ই নিয়েছিলেন বলে মনে করেন এই সাবেক তারকা ব্যাটনম্যান। ৩৭-এ পা রাখা ধোনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গতি হারাচ্ছেন বলে মনে করেন লক্ষ্মণ, ‘কোহলির স্ট্রাইক রেট যখন ছিল ১৬০, তখন ধোনির ছিল ৮০। যতদিন খেলবে ততদিন ধোনির চার নম্বরে নামা দরকার। কারণ তার সেট হতেই সময় বেশি লাগছে। এটা জাতীয় দলের কাম্য নয়। টি-টোয়েন্টিতে সেট হওয়ার প্রশ্নই ওঠে না। এবার বোধহয় ধোনির তরুণদের জায়গা ছেড়ে দেয়া উচিত। সে ওয়ানডে দলে অপরিহার্য ঠিকই কিন্তু টি২০তে জায়গা ছাড়লে কোন তরুণের সামনে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশের সুযোগ আসবে।’ আগারকারও একই কথা বলেছেন, ‘ধোনি শুরু থেকেই ব্যাট চালিয়ে খেললে ভারতের জেতার একটা সম্ভাবনা ছিল। কিন্তু এটা শুধু সেই ম্যাচেই নয়, ইদানীং দেখা যাচ্ছে ধোনি শুরু থেকেই চালিয়ে খেলতে পারছে না। ধোনিকে ভারতের মতো দলে জায়গা দখল করে রাখার ক্ষতিটাও বুঝতে হবে।’
×