ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জার্মানি ও ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে পারছেন না ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন, চোট পেয়ে আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন ইকার্ডি

ব্রাজিলের হয়ে খেলা অনিশ্চিত কুটিনহোর

প্রকাশিত: ০৬:১০, ৮ নভেম্বর ২০১৭

ব্রাজিলের হয়ে খেলা অনিশ্চিত কুটিনহোর

স্পোর্টস রিপোর্টার ॥ ক্লাব ফুটবলে আপাতত বিরতি। এই ফুসরতে বসতে যাচ্ছে আন্তর্জাতিক প্রীতি ফুটবলের পসরা। বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজেদের পরখ করে নিতে মাঠে নামার অপেক্ষায় ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যান্ডসহ সব পরাশক্তিরা। তবে এসব প্রীতি ম্যাচে চোটের কারণে অনেক তারকারই খেলা অনিশ্চিত। যেমন ব্রাজিলের হয়ে নাও খেলতে পারেন তারকা মিডফিল্ডার ফিলিপ কুটিনহো। তেমনি আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেছেন মাউরো ইকার্ডি। ইংল্যান্ড দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক হ্যারি কেন। উরুর চোটের কারণে লিভারপুলের হয়ে সর্বশেষ তিন ম্যাচে খেলতে পারেননি কুটিনহো। তবে দুটি প্রীতি ম্যাচের জন্য যোগ দিয়েছেন ব্রাজিল জাতীয় দলে। শুক্রবার ফ্রান্সের লিলে জাপানের বিরুদ্ধে খেলবে ব্রাজিল। চারদিন পর ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিল দলের চিকিৎসক রড্রিগো লাসমার জানিয়েছেন, কুটিনহো এখনও বল নিয়ে অনুশীলন করেননি। তিনি বলেন, কুটিনহো বাঁ উরুর এ্যাবডাক্টরে পেশির চোটে ভুগছে। সেরে ওঠার চূড়ান্ত ধাপে আছে সে। আমরা জানতাম যে সে পুরোপুরি ফিট নাও হতে পারে। কিন্তু আমরা চেয়েছি সেরে ওঠার চূড়ান্ত ধাপটায় সে আমাদের সঙ্গে থাকুক। জাপানের বিরুদ্ধে তার খেলার সম্ভাবনা খুবই কম। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা নিশ্চিত করতে কাজ করছি আমরা। এদিকে ইতালিয়ান সিরি’এ লীগের ম্যাচে চোট পেয়ে ইন্টার মিলানের ফরোয়ার্ড মাউরো ইকার্ডি আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেছেন। রাশিয়া ও নাইজিরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের দল থেকে ইন্টার অধিনায়ককে বাদ দেয়া হয়েছে। গত রবিবার ইতালির শীর্ষে লীগে টোরিনোর সঙ্গে ১-১ গোলের ড্রয়ের ম্যাচে হাঁটুতে চোট পান ইকার্ডি। মস্কোতে ১১ নবেম্বর স্বাগতিক রাশিয়ার সঙ্গে খেলার তিনদিন পর ক্রাসেনোদারে নাইজিরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের বিরুদ্ধে হাইভোল্টেজ প্রীতি ম্যাচে হাঁটুর ইনজুরির কারণে খেলতে পারছেন না ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার ও অধিনায়ক হ্যারি কেন। কেনের টটেনহ্যাম হটস্পার সতীর্থ মিডফিল্ডার হ্যারি উইঙ্কসও গোঁড়ালির ইনজুরিতে পড়ে জাতীয় দল থেকে বাদ পড়েছেন। এর আগে ডেলে আলি নাম প্রত্যাহার করে নেয়ায় টটেনহ্যাম থেকে তিনজন খেলোয়াড় বাদ পড়লেন। এবারের মৌসুমে কেন ও উইঙ্কস দু’জনই স্পার্সদের হয়ে দারুণ ফর্মে আছেন। গত মাসে জাতীয় দলে জায়গা পাওয়া ২১ বছর বয়সী উইঙ্কস ইপিএলে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে জয়ী ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েন। টটেনহ্যাম কোচ মরিসিও পোচেট্টিনো বলেছেন, প্যালেসের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে মাঠের বাইরে চলে যাওয়া উইঙ্কস গোঁড়ালিতে আঘাত পেয়েছেন। এই ম্যাচের প্রথমার্ধে কেনের হাঁটুতে সামান্য আঘাত লাগে। এরপর ৭৭ মিনিটে তাকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়। ইতোমধ্যেই আসন্ন দুটি ম্যাচের জন্য ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট মধ্যমাঠের জন্য ওয়েস্টব্রুমের জেক লিভারমোরকে দলে ডেকেছেন। গত বছর স্যাম অলড্রিচের স্থলাভিষিক্ত সাউথগেটের মূল লক্ষ্যই হলো ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডকে ভাল একটি ফল উপহার দেয়া। যদিও ইনজুরি সমস্যা নিয়ে ইংলিশ কোচ দারুণ চিন্তিত। চেলসি ডিফেন্ডার গ্যারি কাহিল ও লিভারপুলের মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন এখনও ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে পারেননি। থাইয়ের ইনজুরির কারণে গত শনিবার ওয়েস্টহ্যামের বিরুদ্ধে লিভারপুলের ৪-১ গোলের জয়ী ম্যাচে ছিলেন না হেন্ডারসন।
×