ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ

টাঙ্গাইলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ময়মনসিংহ

প্রকাশিত: ০৬:০৯, ৮ নভেম্বর ২০১৭

টাঙ্গাইলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ময়মনসিংহ

স্পোর্টস রিপোর্টার ॥ জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বের ‘খ’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলা। মঙ্গলবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয় দল দুটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রনি আক্তারের হ্যাটট্রিকে টাঙ্গাইলকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জেলা। দিনের অপর ম্যাচে গোলশূন্য ড্র করে সাতক্ষীরা ও কুমিল্লা জেলা। ইতোমধ্যে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এই ম্যাচটি তাদের জন্য ছিল কেবলই আনুষ্ঠানিকতা। মঙ্গলবার ‘খ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয় টাঙ্গাইল ও ময়মনসিংহ। ম্যাচের ২৩ মিনিটে রনি আক্তার তার প্রথম গোলের দেখা পায়। তার সেই গোলে ভর করে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ময়মনসিংহ। বিরতির পর আরও দুটি গোল করে রনি। ৩৯ মিনিটে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করে। আর ৫৪ মিনিটে গোল করলে হ্যাটট্রিক হয়। তাতে টাঙ্গাইলকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তার দল ময়মনসিংহ। আজ বুধবার প্রথম সেমিফাইনালে টাঙ্গাইল জেলা মুখোমুখি হবে ঠাকুরগাঁও জেলার। আর দ্বিতীয় সেমিফাইনালে ময়নমনসিংহ জেলা মুখোমুখি হবে রাজশাহী জেলার। দুপুর ২টা ও বিকেল ৪টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে। চূড়ান্তপর্বে সবচেয়ে বেশি গোল করেছে ময়মনসিংহ, ২১টি। কোন গোল হজম করেনি ময়মনসিংহ এবং ঠাকুরগাঁও। এই দুটি দল এখনও অপরাজিত আছে। সবচেয়ে বেশি গোল হজম করেছে মানিকগঞ্জ, ১৮টি। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্সআপ দল ২৫ হাজার টাকা প্রাইজমানি পাবে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা ৫ হাজার টাকা করে পাবে। এছাড়া পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, ফাইনালের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলরক্ষক, সেরা রক্ষণভাগ, সেরা মিডফিল্ড ও সেরা আক্রমণভাগের খেলোয়াড়কে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। বাছাইপর্বের ছয়টি ভেন্যুর ছয় চ্যাম্পিয়নের সঙ্গে সেরা দুই রানার্সআপ দলসহ মোট আটটি দল চূড়ান্তপর্বে অংশ নেয়। সেখান থেকে যোগ্যতার প্রমাণ দিয়ে সেমিফাইনালে ওঠে চারটি দল। বিদায় নেয় অপর চারটি দল। ১০ নবেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। চূড়ান্তপর্বের ‘ক’ গ্রুপে ছিল ঠাকুরগাঁও জেলা, রাজশাহী জেলা, মানিকগঞ্জ জেলা ও রাজবাড়ী জেলা। ‘খ’ গ্রুপে ছিল ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল জেলা, কুমিল্লা জেলা ও সাতক্ষীরা জেলা।
×