ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বর্ষসেরার দৌড়ে ফারাহ, নিকার্ক ও বারশিম

প্রকাশিত: ০৬:০৯, ৮ নভেম্বর ২০১৭

বর্ষসেরার দৌড়ে ফারাহ, নিকার্ক ও বারশিম

স্পোর্টস রিপোর্টার ॥ মাসখানেক আগে বর্ষসেরা এ্যাথলেটের পূর্ণ তালিকা প্রকাশ করেছিল বিশ্ব এ্যাথলেটিক্সের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইএএএফ। একমাস পর ভোটাভুটি শেষে সেরা তিনজনের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে তারা। এই তালিকায় টিকে আছেন সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ দূরপাল্লার দৌড়বিদ মোহাম্মদ ফারাহ, দক্ষিণ আফ্রিকার ৪০০ মিটারে চ্যাম্পিয়ন ওয়েড ভ্যান নিকার্ক ও কাতারের হাইজাম্প তারকা মুরতাজ ইসা বারশিম। এদের মধ্যেই এখন ভোটাভুটির মাধ্যমে বর্ষসেরা এ্যাথলেট নির্বাচিত হবেন। বর্ষসেরা মহিলা এ্যাথলেটের তালিকায় আছেন ১০০০০ মিটারে অলিম্পিক চ্যাম্পিয়ন ইথিওপিয়ার আলমাজ আয়ানা, গ্রিসের পোলভল্টার একাতেরিনি স্টেফানিডি ও বেলজিয়ামের হেপ্টাথলনে অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়ন নাফিসাতোউ থিয়াম। ২৪ নবেম্বর মোনাকোয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। গত মাসের শুরুর দিকে (২ অক্টোবর) আইএএএফ ১০ পুরুষ ও ১০ মহিলা এ্যাথলেটের তালিকা প্রকাশ করে। ২০১৭ সালের বর্ষসেরা এ্যাথলেটকে পুরস্কার দেয়ার জন্যই এ তালিকা। কিন্তু সেখানে জায়গাই হয়নি এবার লন্ডনে হওয়া বিশ্বচ্যাম্পিয়নশিপসের ১০০ মিটারে উসাইন বোল্টকে হারিয়ে দেয়া যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিনের। ২০০৪ সালে আরেকবার তালিকায় জায়গা পাননি গ্যাটলিন। কিন্তু মাঝের সবগুলো বছরেই জ্যামাইকান গতি ‘বিদ্যুত’ বোল্টের পাশাপাশি ছিল তার নামও। অবশ্য এবার গ্যাটলিনের নাম না থাকাটা খুব বেশি আশ্চর্যের কিছু নয়। ২০১৫ সালে আইএএএফ নিয়মটাই পরিবর্তন করেছে।
×