ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০), আজ দুপুর ২টায় রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস এবং রাত ৭টায় সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্স মুখোমুখি

সিলেট পর্ব শেষ হচ্ছে আজ

প্রকাশিত: ০৬:০৮, ৮ নভেম্বর ২০১৭

সিলেট পর্ব শেষ হচ্ছে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসরের শুরুটাই হয়েছে সিলেটে খেলা দিয়ে। আজ দুপুরে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার খেলা হওয়ার পর রাতে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্সের লড়াই শেষ হতেই সিলেটপর্বের খেলা শেষ হবে। এবার বিপিএল চারপর্বে খেলা হবে। একপর্ব সিলেটে হবে। একপর্ব হবে চট্টগ্রামে। দুইপর্ব হবে ঢাকায়। আজ সিলেটপর্ব শেষ হবে। সিলেটে প্রথমপর্বে আজ পর্যন্ত লীগপর্বের প্রথম ৮টি ম্যাচ শেষ হচ্ছে। এরপর ঢাকায় দ্বিতীয়পর্বে ২১ নবেম্বর পর্যন্ত লীগপর্বের ১৬টি ম্যাচ হবে। তৃতীয়পর্ব হবে চট্টগ্রামে। ২৯ নবেম্বর পর্যন্ত ১০টি ম্যাচ হবে। বিপিএলের শেষপর্ব হবে ঢাকায়। চতুর্থ ও শেষপর্বটিতে লীগপর্বের আটটি ম্যাচ এবং এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিপিএল শেষ হবে ১২ ডিসেম্বর। একদিন আবার ‘রিজার্ভ ডে’ও রাখা হয়েছে। এবার সাত দল অংশ নিচ্ছে। বরিশাল বুলসও ছিল। কিন্তু আর্থিক দিকগুলোর অসঙ্গতি থাকায় দলটি বাদ পড়েছে। ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স এবার বিপিএলে অংশ নিচ্ছে। প্রথমবারের মতো বিপিএলে তিন ভেন্যুতে খেলা হচ্ছে। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা হবে। আর সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলছে। প্রতিবার বিপিএলের খেলা ঢাকা থেকে শুরু হলেও এবার ব্যতিক্রম হয়েছে। ঢাকার বাইরে থেকে বিপিএলের আসর শুরু হয়েছে। সেটি নতুন ভেন্যু সিলেট থেকেই বিপিএলের পঞ্চম আসরের যাত্রা শুরু হয়েছে। এই সিলেটপর্বের শেষ হয়ে যাচ্ছে আজ। বিপিএল এবার চারপর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবার দুই ভেন্যু থাকায় ঢাকা, চট্টগ্রাম হয়ে ঢাকায় শেষ হতো বিপিএল। এবার শুরুতে সিলেটে, এরপর ঢাকায়, তারপর চট্টগ্রামে ও শেষে আবার ঢাকায় বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ফাইনালসহ মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে লীগপর্বে ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আজ দুটি ম্যাচ হতেই আটটি ম্যাচ শেষ হয়ে যাবে। সিলেট ছাড়া বাকি ছয় দলের দুটি করে ম্যাচ শেষ হবে। সিলেটের শুধু চারটি ম্যাচ শেষ হবে। সিলেটে যেহেতু খেলা হচ্ছে তাই সিলেট সিক্সার্সকে বেশি ম্যাচ খেলার সুবিধা দেয়া হয়েছে। লীগপর্ব শেষে বাকি চারটি ম্যাচের মধ্যে একটি এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও একটি ফাইনাল হবে ঢাকাতেই। বিপিএল যখন শুরু হয়ে গেছে। সিলেটপর্বও আজ শেষ হচ্ছে। সঙ্গে একটি প্রশ্নও ঘুরপাক খাচ্ছেই। এবার চ্যাম্পিয়ন হবে কে? ২০১২ সালে প্রথম আসরে শিরোপা জিতেছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। পরের আসরেও (২০১৩ সালে) শিরোপা জিতে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। বিপিএলের তৃতীয় আসর একবছর বিরতি দিয়ে আবার মাঠে গড়ায়। দ্বিতীয় আসরে ম্যাচ গড়াপেটা হয়। ম্যাচ গড়াপেটায় জড়িত থাকে ঢাকা গ্ল্যাডিয়েটর্স দলটি। এর তদন্ত করতে সময় লাগায় এবং বিপিএল আবার সব ঝঞ্জাটমুক্ত করে শুরু করতে গিয়ে এক বছর বিরতি দেয়া হয়। বিরতি দিয়ে ২০১৫ সালে আবার বিপিএল মাঠে গড়ায়। ওইবার নবাগত কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাজিমাত করে। দলটি প্রথমবার বিপিএলে অংশ নিয়েই শিরোপা জিতে। ২০১৬ সালে অর্থাৎ গত আসরে শিরোপা জিতে ঢাকা ডায়নামাইটস। ২০১৩ সালের আসরে ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকায় তৃতীয় আসর থেকে ঢাকার পুরনো ফ্র্যাঞ্চাইজিদের বাদ দেয়া হয়। নতুন ফ্র্যাঞ্চাইজি নেয়া হয়। নতুন ফ্র্যাঞ্চাইজিও একবার চ্যাম্পিয়ন হয়। বর্তমান চ্যাম্পিয়ন দল ঢাকা ডায়নামাইটস। বর্তমান চ্যাম্পিয়নরা অবশ্য সিলেটপর্বে প্রথম ম্যাচেই ধরাশায়ী হয়েছে। দলটি খুবই শক্তিশালী। তা দ্বিতীয় ম্যাচে গিয়ে বুঝিয়ে দিয়েছে। রংপুর রাইডার্সও যে এবার শিরোপা প্রত্যাশী দল। তা প্রথম ম্যাচ থেকেই বুঝিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত এই দুই দলের মধ্যেই যে শিরোপা নিয়ে যুদ্ধ হবে তা আগে থেকেই ধরে নেয়া হচ্ছে। যদিও সিলেটে সিলেট সিক্সার্স দুর্বার নৈপুণ্য দেখিয়েছে। কিন্তু খেলা এখনও বহুদিন বাকি। অনেক ম্যাচ বাকি। তাই নিজ ভেন্যুতে খেলার সুবিধা নিয়ে সিলেট দুর্দান্ত নৈপুণ্য দেখালেও ঢাকা ও চট্টগ্রামেও যে তা বজায় থাকবে তা এখনই বলা যাচ্ছে না। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা বোঝা হয়ে যাবে। তবে সিলেটপর্বে যে সিলেট সিক্সার্স অসাধারণ খেলেছে, সেটি লীগের আকর্ষণ বাড়িয়ে তুলতে বিশেষ ভূমিকা রেখেছে।
×