ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম জয়

হার দিয়ে শুরু চিটাগং ভাইকিংসের

প্রকাশিত: ০৬:০৭, ৮ নভেম্বর ২০১৭

হার দিয়ে শুরু চিটাগং ভাইকিংসের

মিথুন আশরাফ ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসরে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে চিটাগং ভাইকিংস। প্রথম ম্যাচেই দলটি হারে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৮ উইকেটে হারে চিটাগং ভাইকিংস। চিটাগংকে হারিয়ে কুমিল্লা এবার বিপিএলে প্রথম জয় তুলে নেয়। সিলেট সিক্সার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১ বল বাকি থাকতে হেরেছে। এবার আর সেইরকমটি হয়নি। টস জিতে আগে ফিল্ডিং নেয় কুমিল্লা। টার্গেট অতিক্রম করে জেতার দলের সংখ্যাই যেহেতু বাড়তি, তাই সেই দিকেই ঝুঁকেছে কুমিল্লা। তাতে সাফল্যও মিলেছে। আগে ব্যাট করার সুযোগ পেয়ে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৩ রানের বেশি করতে পারেনি চিটাগং। দলের পক্ষে নিউজিল্যান্ডের লুক রনকি সর্বোচ্চ ৪০ ও সৌম্য সরকার ৩৮ রান করেন। ম্যাচসেরা মোহাম্মদ সাইফউদ্দিন (৩/২৪) দুর্দান্ত বোলিং করেন। সঙ্গে ডোয়াইন ব্রাভোও (২/২৯) বোলিং ঝলক দেখান। ১৪৪ রানের টার্গেটে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৭.২ ওভারে ১৪৪ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করে জস বাটলার। মারলন স্যামুয়েলস অপরাজিত ৩৫ ও ইমরুল কায়েস অপরাজিত ৩৩ রান করেন। বল হাতে শুভাশীষ রায় নেন ২ উইকেট। চিটাগংয়ের ইনিংস শেষ হতেই যেন কুমিল্লা যে জিতে যাবে ম্যাচটি সেই ধারণা সবার হয়ে যায়। চিটাগংয়ের বোলাররা যদি বোলিংয়ে বিশেষ ঝলক দেখাতে পারেন তাহলে কেবল কুমিল্লার জেতায় বাধা পড়তে পারে। নয়তো জয় কুমিল্লাই পেতে যাচ্ছে। শেষ পর্যন্ত তাই হয়। শুরু থেকেই দুই ওপেনার লিটন কুমার দাস ও ইংল্যান্ডের জস বাটলার দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন। ৪৩ রানে গিয়ে লিটন (২৩) আউট হয়ে যান। এরপর প্রথম ম্যাচে ওপেনিংয়ে নামা ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন বাটলার। দলের স্কোরবোর্ডে দু’জন একসঙ্গে থাকতেই ১০০ রানও যোগ হয়ে যায়। এমন সময় বাটলারকে (৪৮) আউট করে টানা দুই উইকেট শিকার করেন শুভাশীষ রায়। আর কোন উইকেটই পড়েনি কুমিল্লার। স্যামুয়েলস ও ইমরুল মিলে ৪৪ রানের জুটি গড়ে ম্যাচ জিতে মাঠ ছাড়েন। ১৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কুমিল্লা। চিটাগংয়ের শুরুটাও অবশ্য দুর্দান্ত হয়। কিন্তু দলটি শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। রনকি ও সৌম্য মিলে শুরুতেই দলকে ৬৩ রানে নিয়ে যান। এমন সময় রনকি (৪০) আউট হওয়ার পরও চিটাগং দমে যায়নি। শ্রীলঙ্কার দিলশান মুনাভিরাকে নিয়ে সৌম্য দুর্দান্তভাবেই এগিয়ে যান। ৮ ওভারেই ৮০ রান চিটাগংয়ের স্কোরবোর্ডে যুক্ত হয়ে যায়। এরপর একটু একটু করে ঝিমিয়ে যেতে থাকে চিটাগংয়ের ব্যাটিং। এরপরও ১২তম ওভারে গিয়েই ১০১ রান হয়ে যায় চিটাগংয়ের। মুনাভিরাকে যেই ব্রাভো আউট করে দেন আর ৫ রান যোগ হতেই সৌম্যকে (৩৮) সাজঘরে ফেরান সাইফউদ্দিন; চিটাগংয়ের ধস নামা শুরু হয়ে যায়। দেখতে দেখতে ৭ উইকেটের পতন ঘটে যায়। সেই সঙ্গে রানের চাকাও দুর্বল হয়ে পড়ে। ৮ ওভারে ৮০ রানের পর মনে হচ্ছিল চিটাগং বিশাল রান গড়বে। ১৮০ রানে চলে যাবে। সেই দলটি ১৫০ রানও শেষ পর্যন্ত করতে পারল না। শেষ ১২ ওভারে ৬৩ রানের বেশি স্কোরবোর্ডেই যোগ করতে পারেননি চিটাগং ব্যাটসম্যানরা। এতটা খারাপ অবস্থার ফলও পেয়ে গেছে। মিসবাহ উল হকের দল শেষ পর্যন্ত হেরেই গেছে। সাইফউদ্দিন দুর্দান্ত বোলিং করেছেন। দক্ষিণ আফ্রিকা সফরে শেষ টি২০ ম্যাচে সাইফউদ্দিনের এক ওভারে টানা ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়েছেন ডেভিড মিলার। সেই দুঃখস্মৃতি এখনও তরতাজা। খুব বেশিদিন যে হয়নি। ঘটনা ঘটেছিল ২৯ অক্টোবর। দিনের হিসেবে ১০ দিন। এত দ্রুত ঘটনাটি ভুলে যাওয়ার নয়। কিন্তু রবিবার বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে সাইফউদ্দিন জানিয়ে দিয়েছিলেন, অতীত নিয়ে তিনি কিছুই ভাবেন না। বর্তমান নিয়েই থাকেন। সেই বর্তমানেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দিলেন সাইফউদ্দিন। সৌম্যকে আউট করার পর এনামুল হক বিজয়কে যে সাজঘরে ফেরান তাতেই চিটাগং ভাইকিংসের মেরুদ- যেন ভেঙ্গে যায়। সেই ভাঙ্গনের পর আর দাঁড়ানোর সাহস দেখাতে পারেনি চিটাগং এবং দলের ব্যাটসম্যানরা। তাতে করে বড় স্কোর হওয়ার অপমৃত্যু ঘটে। সেখানে ম্যাচ হারের শঙ্কাও জেগে যায়। শেষ পর্যন্ত হারেও চিটাগং ভাইকিংস। চিটাগংকে হারিয়ে এবার প্রথম জয় তুলেও নেয় ২০১৫ সালের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্কোর ॥ চিটাগং-কুমিল্লা ম্যাচ চিটাগং ভাইকিংস ইনিংস ১৪৩/৭; ২০ ওভার (রনকি ৪০, সৌম্য ৩৮, মুনাভিরা ২১, বিজয় ৩, মিসবাহ ৬, রিচি ৯, সিকান্দার ১৮*, শুভ ৩, সানজামুল ১*; সাইফউদ্দিন ৩/২৪, ব্রাভো ২/২৯)। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস ১৪৪/২; ১৭.২ ওভার (লিটন ২৩, বাটলার ৪৮, ইমরুল ৩৩*, স্যামুয়েলস ৩৫*; শুভাশীষ ২/২৪)। ফল ॥ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ মোহাম্মদ সাইফউদ্দিন (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।
×