ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চার মাসে এডিপিতে খরচ হয়েছে ২৩ হাজার ৮৩৫ কোটি টাকা ॥ পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৫, ৮ নভেম্বর ২০১৭

চার মাসে এডিপিতে  খরচ হয়েছে ২৩ হাজার ৮৩৫ কোটি টাকা ॥ পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ চলতি অর্থবছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) ১৪ দশমিক ৫৩ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। টাকার অঙ্কে এর পরিমাণ ২৩ হাজার ৮৩৫ কোটি টাকা। মঙ্গলবার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, এর আগের অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ১৬ হাজার ৭৭২ কোটি টাকা, যা ছিল মোট এডিপির ১৩ দশমিক ৬ শতাংশ। বিগত কোন অর্থবছরের প্রথম চার মাসে এডিপিতে এতো বিশাল অঙ্কের অর্থ খরচ করা যায়নি। এটি এমনকি একক অর্থবছরের এডিপি বাস্তবায়নকেও ছাড়িয়ে গেছে। বিএনপি-জামায়াত আমলে ২০০৫-০৬ অর্থবছরের এডিপি বাস্তবায়িত হয়েছিল ২১ হাজার ৫০০ কোটি টাকা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রথম মেয়াদে ২০০৮-০৯ অর্থবছরে এডিপি বাস্তবায়নে খরচ হয়েছিল ২৩ হাজার কোটি টাকা।
×