ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাকের ভেতর দাঁত

প্রকাশিত: ০৫:৪৩, ৮ নভেম্বর ২০১৭

নাকের ভেতর দাঁত

চীনের নাগরিক শিয়া দীর্ঘদিন ধরেই ভুগছিলেন নাকের সমস্যায় । প্রথম দিকে যখন নাকে যন্ত্রণা হতে শুরু করেছিল সে সময় তিনি এটাকে বিশেষ একটা গুরুত্ব দেননি। ভেবেছিলেন, নাকের ভেতর হয়তো কোন সংক্রমণ হয়েছে, আর সে কারণে হয়তো যন্ত্রণা হচ্ছে। তাই প্রথমটায় চিকিৎসকের কাছেও যাননি তিনি। তবে ৫৭ বছরের এই নারী বিষয়টিকে এড়িয়ে যেতে চাইলেও যন্ত্রণা বাড়তে থাকে। এর মাঝে নতুন উপসর্গ হিসেবে দেখা দেয় হঠাৎ হঠাৎ রক্ত বের হওয়া। এক সময়ে যন্ত্রণা যখন অসহ্য হয়ে ওঠে, তখন আর ব্যাপারটিকে আমলে না নিয়ে পারেননি, বাধ্য হয়েই চিকিৎসকের শরণাপন্ন হন শিয়া। আর চিকিৎসকরা পরীক্ষা করে যা দেখলেন, তাতে নিজেদের চোখকেই তারা যেন বিশ্বাস করতে পারছিলেন না। তারা দেখতে পান, শিয়ার নাকের ভেতরে আস্ত একটা দাঁত গজিয়ে উঠেছে! অদ্ভুত এই ঘটনাটি চীনের হুনান প্রদেশের। চিকিৎসকরা শিয়ার নাক স্ক্যান করে দেখেন, শিয়ার নাকের ডানদিকের গহ্বরে গোলাকৃতি কিছু একটা আটকে আছে। প্রথমে বস্তুটিকে দেখে পাথর বা ধাতব কিছু বলেই মনে করেছিলেন চিকিৎসকরা। তবে অস্ত্রোপচার করতে গিয়ে তাদের চোখ কপালে ওঠে। চিকিৎসকরা বুঝতে পারেন, পাথর বা কোন ধাতব পদার্থ নয়, শিয়ার নাকের ডানদিকের গহ্বরে গজিয়ে উঠেছে আস্ত একটি দাঁত! অস্ত্রোপচার করে অবশ্য দাঁতটিকে বের করে এনেছেন চিকিৎসকরা। -ডেইলি মেইল অবলম্বনে।
×