ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিউজিক বাইক

প্রকাশিত: ০৫:৪৩, ৮ নভেম্বর ২০১৭

মিউজিক বাইক

বাইক চালাবেন অথচ গান শুনবেন না, তা কী করে হয়। আর সেজন্যে প্রথমবারের মতো বাইকের জন্য বাজারে এলো এ্যাপলের ইফোটেইনমেন্ট। হোন্ডার টুরিং মোটরসাইকেল গোল্ড উইংয়ের ২০১৮ সংস্করণে আপডেট করা হয়েছে এই সেবা। শুধু হোন্ডাই নয়, ইতোমধ্যে ৫০টি বাইক নির্মাণ সংস্থার সঙ্গে এই সাউন্ড সিস্টেম বসানোর বিষয়ে চুক্তি হয়েছে। মোটরসাইকেলের সাউন্ড সিস্টেমে কিছু প্রকারভেদ রয়েছে। মোটরসাইকেল আরোহী তার বাইকের হাতলের মাঝখানে সাত ইঞ্চি এলসিডি পর্দায় কারপ্লের সকল তথ্য দেখতে পাবেন। এজন্য তাকে ইউএসবি কেবল দিয়ে আইফোন যুক্ত করতে হবে। -ওয়েবসাইট অবলম্বনে।
×