ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পূর্ত সচিবসহ ৫ জনকে সতর্ক করল হাইকোর্ট

প্রকাশিত: ০৫:৩৯, ৮ নভেম্বর ২০১৭

পূর্ত সচিবসহ ৫ জনকে সতর্ক করল হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খামারবাড়ির প্রতিষ্ঠিত ল্যাবরেটরি ভবনসহ খামারবাড়ি ক্যাম্পাসের মধ্যে থাকা ঐতিহ্যবাহী সব ভবন রক্ষায় আদালতের আদেশ পালন না করায় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচজনকে সতর্ক করেছে হাইকোর্ট। ভবিষ্যতে আদালতের মৌখিক বা লিখিত যে কোন আদেশ পালনের ক্ষেত্রে তাদের আরও দায়িত্বশীল হতে বলা হয়েছে। ওয়াসার পরিত্যক্ত পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় স্থগিত করেনি চেম্বার জজ আদালত। একই সঙ্গে ফায়ার সার্ভিস ও রাষ্ট্রপক্ষের রায় স্থগিতের আবেদন আগামী ৫ ফেব্রুযারি আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছে আদালত। যমজ সন্তানের একটি বের করার পর আরেকটিকে ভেতরে রেখেই নারীর পেট সেলাই করে দেয়ার ঘটনায় পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ নবেম্বর দিন ধার্য করেছে হাইকোর্ট। টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার প্রধান আসামি এমপি আমানুর রহমান খান রানার বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) বাতিল চেয়ে আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এক যুগ আগে সংঘটিত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এক স্বাস্থ্যকর্মীকে গণধর্ষণের অপরাধে তিন আসামির মৃত্যুদ- কমিয়ে যাবজ্জীবন কারাদ- দিয়েছে হাইকোর্ট। রাজধানীর কল্যাণপুরে শামিমা লাইলা আরজুমান্না খান শাম্মী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নওশের আলীকে তলব করেছে হাইকোর্ট। অন্যদিকে আয়কর আইন অনুযায়ী ব্যবসায়ীদের বার্ষিক বুক অব এ্যাকাউন্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছে আপীল বিভাগ। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। রাজধানীর খামারবাড়ির প্রতিষ্ঠিত ল্যাবরেটরি ভবনসহ খামারবাড়ি ক্যাম্পাসের মধ্যে থাকা ঐতিহ্যবাহী সব ভবন রক্ষায় আদালতের আদেশ পালন না করায় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচজনকে সতর্ক করেছে হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। ওই কোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন। এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে জানান, এতিহ্যবাহী ভবন রক্ষায় আদালতের আদেশের বিষয়টি পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ভবন ভেঙ্গে ফেলা হয়েছে। পরে আদালত গণপূর্ত সচিবসহ পাঁচজনকে সতর্ক করে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়। এর আগে সকালে গণপূর্ত সচিব, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত চীফ প্রকৌশলী, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক, প্রকল্প পরিচালক আদালতে হাজির হন। গত ৫ নবেম্বর রাজধানীর খামারবাড়ির প্রতিষ্ঠিত ল্যাবরেটরি ভবনসহ খামারবাড়ি ক্যাম্পাসের মধ্যে থাকা ঐতিহ্যবাহী সব ভবন ভাঙ্গার বিষয়ে জানতে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত চীফ প্রকৌশলীসহ পাঁচজনকে ডেকে পাঠায় হাইকোর্ট। অন্য তিনজন হলেন- তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক, প্রকল্প পরিচালক ও ল্যাবরেটরি ভবন ভাঙ্গার ঠিকাদার। এর আগে গত ১ নবেম্বর হাইকোর্ট এক আদেশে কৃষি গবেষণার জন্য রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে প্রতিষ্ঠিত ল্যাবরেটরি ভবনসহ খামারবাড়ি ক্যাম্পাসের মধ্যে থাকা ঐতিহ্য বহনকারী সব ভবন ভাঙ্গার ওপর নিষেধাজ্ঞা দেয়। বেসরকারী সংস্থা আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তইমুর ইসলামের করা এক রিট আবেদনে এ আদেশ দেয়া হয়। ‘ভেঙে ফেলা হচ্ছে কৃষি গবেষণার প্রথম ভবন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করা হয়। শিশু জিহাদের মৃত্যু ক্ষতিপূরণের রায় চেম্বারেও বহাল ॥ রাজধানীর শাহজাহানপুরে ওয়াসার পরিত্যক্ত পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় স্থগিত করেনি চেম্বার জজ আদালত। একই সঙ্গে আবেদনটি ৫ ফেব্রুয়ারি আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছে আদালত। এর ফলে শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মোঃ আব্দুল হালিম। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ফায়ার সার্ভিসের পক্ষে করা আবেদন শুনানি নিয়ে মঙ্গলবার চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। আদালতে ফায়ার সার্ভিস ও রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জে আই খান পান্না ও ব্যারিস্টার মোঃ আব্দুল হালিম। রানার আবেদন খারিজ ॥ টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার প্রধান আসামি এমপি আমানুর রহমান খান রানার বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) বাতিল চেয়ে আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোঃ শওকত হোসেন ও বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদারের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। এ সময় আসামি রানার পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন আইনজীবী হেদায়েত কবীর খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল। গর্ভে সন্তান রেখে সেলাই- ৩ জনের পরবর্তী শুনানি ১৬ নবেম্বর ॥ যমজ সন্তানের একটি বের করার পর আরেকটিকে ভেতরে রেখেই নারীর পেট সেলাই করে দেয়ার ঘটনায় পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ নবেম্বর দিন ধার্য করেছে হাইকোর্ট। এ ঘটনায় কুমিল্লার সিভিল সার্জনকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দিয়েছে আদালত। একই সঙ্গে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন আগামী ১৫ নবেম্বরের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে জমা দেয়ার আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার পূর্বনির্ধারিত আদেশ অনুযায়ী বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। এ সময় আদালতে ওই ঘটনার ব্যাখ্যা দিতে হাজির হন ওই অপারেশনে অংশ নেয়া কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর লাইফ হসপিটাল এ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক শেখ হোসনে আরা বেগম, ডায়াগনস্টিক সেন্টারটির মালিক মজিবুর রহমান ও কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মুজিবুর রাহমান। বার্ষিক বুক অব এ্যাকাউন্ট জমা দিতে হবে ॥ আয়কর আইন অনুযায়ী ব্যবসায়ীদের বার্ষিক বুক অব এ্যাকাউন্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। বুক অব এ্যাকাউন্ট জমা দিতে হবে না বলে ২০০৮ সালে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপীল বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, এ রায়ের ফলে ব্যবসায়ীদের কাছ থেকে বার্ষিক আয়কর আদায়ের পরিমাণ হাজার কোটি টাকা বাড়বে। ডেপুটি এ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর জানান, এতদিন ব্যবসায়ীরা আয়কর আইন অনুযায়ী বুক অব এ্যাকাউন্ট জমা দিতেন না। রাষ্ট্রপক্ষ এ বিষয়ে আপীল করলে গত চার দিন শুনানি অনুষ্ঠিত হয়। রায় অনুযায়ী আয়কর আইনের ৪ ধারা অনুযায়ী ব্যবসায়ীদের বুক অব এ্যাকাউন্ট জমা দিতে হয়। ধর্ষণের মামলায় ৩ আসামির মৃত্যুদ- কমে যাবজ্জীবন ॥ এক যুগ আগে সংঘটিত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এক স্বাস্থ্যকর্মীকে গণধর্ষণের অপরাধে তিন আসামির মৃত্যুদ- কমিয়ে যাবজ্জীবন কারাদ- দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। আসামিপক্ষের আইনজীবী ছিলেন আব্দুল কাদের ভূঁইয়া ও মমতাজ বেগম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ড. মোঃ বশির উল্লাহ, সহকারী এ্যাটর্নি জেনারেল মিয়া মোঃ শামীম আহসান ও নির্মল কুমার দাস। এসআই নওশের আলীকে হাইকোর্টে তলব ॥ রাজধানীর কল্যাণপুরে শামিমা লাইলা আরজুমান্না খান শাম্মী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নওশের আলীকে তলব করেছে হাইকোর্ট। পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত একটি সংবাদ নজরে নিয়ে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। গত ৫ নবেম্বর দৈনিক একটি পত্রিকায় গৃহবধূ শাম্মী হত্যা মামলা ‘মাকে বাবা অনেক কষ্ট দিয়ে মেরেছে, তদন্ত কর্মকর্তার গড়িমসির অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী খুরশীদ আলম খান। সঙ্গে ছিলেন আইনজীবী মহিউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।
×