ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দিক আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব ‘আমিই তুমি’ নাটক মঞ্চস্থ

প্রকাশিত: ০৬:১২, ৭ নভেম্বর ২০১৭

দিক আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব ‘আমিই তুমি’ নাটক মঞ্চস্থ

শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘দিক থিয়েটারের সাত দিনব্যাপী ‘দিক আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব-২০১৭’-তে ‘আমিই তুমি’ নাটকটি মঞ্চস্থ হয়েছে। ৫ নবেম্বর সাত দিনব্যাপী উৎসবের চতুর্থ দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ নাটকটি মঞ্চায়ন করে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সন্ধ্যা সাতটায় নাটকটির মঞ্চায়ন শুরু হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নাইমুর রহমান, শামীম আহমেদ, মোঃ শিহাব, রাশেদুল ইসলাম, কবিতা সরকার, ফাইয়াদ ওয়াজেদ সামী, সাদী মোহাম্মদ শুভ, সৌরভ আহমেদ, শাহীন হোসাইন, রেজাউল আলম, রায়হান হোসাইন, রাবেয়া বশরী খান রিমা, সজীব, টুটল, কবির, কৌশিক ইরা, তন্ময়, রাজ মল্লিক, নদী, সাদী খান ও মাসুদ রান প্রমুখ। মুক্তিযুদ্ধে ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালী জাতির যে অবদান ছিল তা এই নাটকের মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা হয়। বাংলাদেশে মুক্তিযুদ্ধ কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এ মুক্তিযুদ্ধ মূলত গোষ্ঠীগত চেতনার ঐক্য। কিছু বিচ্ছিন্নতাবাদী ছাড়া সকল মানুষের মুখের ভাষা ছিল; কখন আসবে স্বাধীনতা, আসবে তো? বাঙালী জাতির মনের এই আকাক্সক্ষা বুঝতে পেরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাড়ে সাত কোটি মানুষের সাথে হৃদয় মিলিয়ে দিয়েছিলেন তিনি। স্বাধীনতা আসেনি সহজে। ঝরাতে হয়েছে লাখ লাখ বাঙালীর বুকের রক্ত, হারাতে হয়েছে স্বজনদের। তবুও দৃঢ় প্রত্যয়ে বঙ্গবন্ধুর আহ্বানে লড়েছে বাঙালী। মুক্তিযদ্ধের এই হৃদয় বিদারক কাহিনী অবলম্বনে নির্মাণ করা হয়েছে ‘আমিই তুমি’ নাটকটির অবয়ব। নাটকটি রচনা করেছেন নাট্যকার এহসান হাফিজ ও নির্দেশনা দিয়েছেন মেহেদী তানজির। মেহেদী তানজির বলেন, নাটকটির গল্প আবর্তিত হয় এক যুবকের ভাষা অনুসন্ধানের মধ্য দিয়ে। যুবক যখন মায়ের গর্ভে ছিল, তখন মা তার সঙ্গে কথা বলেননি। তাই সে কারো কথা বোঝে না, অন্যরাও তার কথা বোঝে না। সমস্যার সমাধানে যুবক আসেন এক বিজ্ঞানীর কাছে। বিজ্ঞানী সমস্যার সমাধান দেন ‘কালান্তর’ নামক নিজ উদ্ভাবিত এক যন্ত্রের মাধ্যমে। এই কালান্তর নামক যন্ত্রটি খুঁজে আনে মুক্তিযুদ্ধ ও তৎপরবর্তী নানান ঘটনার চিত্র। যুবক জানতে পারে তার বাবার মৃত্যুর কারণ। জানতে পারেন মুক্তিযুদ্ধে কেন বাঙালীরা অকাতরে নিজের প্রাণ বিলিয়ে দিয়েছিল। দিক থিয়েটারের সাত দিনব্যাপী নাটকের পঞ্চম দিন ৬ নবেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থিয়েটারের পরিবেশনায় সেলিম আল দীন রচিত ‘হাত হদাই নাটকটি মঞ্চায়িত হয় । সপ্তম দিন আজ মঙ্গলবার রয়েছে দিক থিয়েটারের নিজস্ব পরিবেশনা মামুনুর রশিদ রচিত নাটক ‘চে’র সাইকেল’। উৎসবের সমাপনী দিন আগামীকাল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থিয়েটারের পরিবেশনায় রয়েছে সাম্য সবুর রচিত নাটক ‘মানুষ ব্যপ্ত মানুষ’।
×