ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনালী নাট্যগোষ্ঠীর ‘নরমেধ’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী

প্রকাশিত: ০৬:১০, ৭ নভেম্বর ২০১৭

সোনালী নাট্যগোষ্ঠীর ‘নরমেধ’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী

সংস্কৃতি ডেস্ক ॥ দিনাজপুরের অন্যতম শিশুতোষ নাট্য সংগঠন সোনালী নাট্য গোষ্ঠীর ৩৮তম প্রযোজনা সোনালী শিশুতোষ থিয়েটারের পরিবেশনা ‘নরমেধ’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হলো রবিবার। ওইদিন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা মিলনায়তনে এই নাটকটি প্রথম প্রদর্শনী হয়। আসাদুল ইসলাম রচিত ‘নরমেধ’ নাটকটি নির্দেশনা দিয়েছেন মেহেদী হাসান সোহাগ। সহকারী নির্দেশনায় হাবিবুর রহমান হাবিব, প্রযোজনা অধিকর্তা মোঃ শামীম আজাদ। নাটকের পোষ্টার ডিজাইন করেছেন শান্ত। নাটক মঞ্চায়ন উপলক্ষে এ নাটকের নাট্যকার আসাদুল ইসলাম অভিনয়শিল্পীদের শুভেচ্ছা জানিয়ে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন ‘এই বাচ্চাগুলোর অভিনয় দেখতে ইচ্ছে হচ্ছে। কিন্তু কী করে তা হবে! তারাতো অভিনয় করে দূরের কোন দিনাজপুরে। সেখানে গিয়ে তাদের অভিনয় দেখার জন্য মনটা পোড়ায়। পোড়া মন নিয়ে এই দূর থেকে তাদের জন্য রইল শুভাশিস। একদিন সত্যি সত্যি তাদের অভিনয় দেখতে যাব। যে নাটকে অভিনয়ের জন্য তারা নতুন কস্টিউম পরে সেজে গুজে মঞ্চ দাপিয়ে বেড়িয়েছে সে নাটকটার নাম ‘নরমেধ’। সুবচনের প্রযোজনা হিসেবে একদিন এই নাটকে আমিও অভিনয় করেছিলাম। আজ সেই একই নাটক ঢাকা থেকে কত দূরের এক গাঁয়ের ছেলেমেয়েরা অভিনয় করছে। ভাবলেই মনটা খচখচ করে ওঠে। তাদেরকে মঞ্চের জন্য উপযোগী করতে দিন রাত যিনি পরিশ্রম করেছেন, সেই নির্দেশক মেহেদী হাসান সোহাগের জন্য প্রাণঢালা অভিনন্দন। আর বাচ্চাদের জন্য প্রাণঢালা ভালবাসা। বাচ্চারা তোমরা নাটকে মন দিয়ে অভিনয় করে যাও, কারণ সবার দ্বারা নাটক করা সম্ভব না। পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষরাই নাটকের সঙ্গে জড়িত হতে পারে। তোমরা সেই বিরল সংখ্যক মানুষের তালিকায় উঠে গেছে। তোমরা চাইলেই এখন তোমাদের অভিনয় ক্ষমতা দিয়ে পৃথিবীকে হাতের মুঠোয় নিতে পার। শুধু তোমাদের ইচ্ছা। তোমাদের জন্য আমার শুভ কামনা রইল। শুনেছি তোমরা ‘নরমেধ’ নাটকে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে। বাচ্চারা, তোমরা যে নাটকটিতে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছে, সে নাটকটি এই অধমের কলম থেকেই রচিত হয়েছে। আমিই সেই নাট্যকার। তোমাদের নাট্যকারের জন্য তোমরা দোয়া রেখো’।
×