ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জেএসসি-জেডিসি ৯৯ পরীক্ষার্থী ও চার শিক্ষককে বহিষ্কার

প্রকাশিত: ০৫:৩৩, ৭ নভেম্বর ২০১৭

জেএসসি-জেডিসি ৯৯ পরীক্ষার্থী ও চার শিক্ষককে বহিষ্কার

স্টাফ রিপোর্টার ॥ জেএসসি-জেডিসির পঞ্চম দিনে সোমবার পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বরের দায়ে বহিষ্কার হয়েছে ৯৯ পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছে কুমিল্লা বোর্ডের চার শিক্ষকও। বহিষ্কারের সংখ্যায় এটাই সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া পরীক্ষায় ৬২ হাজারেরও বেশি পরীক্ষার্থী কেন্দ্রে অনুপস্থিত ছিল। সোমবার জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) ইংরেজী দ্বিতীয়পত্র এবং ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় মোট ২৩ লাখ ৯০ হাজার ১৩৪ পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও ৬২ হাজার ২৫৫ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। জানা গেছে, জেএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ছয় লাখ ৮৪ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ছয় লাখ ৬৯ হাজার ৬৯০ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৮৫৫ জন। এর মধ্যে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ঢাকা বোর্ডে বহিষ্কার হয়েছে ৩৮ শিক্ষার্থী।
×