ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কথিত চিকিৎসক রাজনকে গ্রেফতার করে কোর্টে হাজিরের নির্দেশ

প্রকাশিত: ০৫:৩২, ৭ নভেম্বর ২০১৭

কথিত চিকিৎসক রাজনকে গ্রেফতার করে কোর্টে হাজিরের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ সন্তান প্রসবের সময় রোগীর পেটে গজ রেখেই অপারেশন শেষ করায় কথিত চিকিৎসক রাজন দাসকে গ্রেফতার করে ১৫ নবেম্বরের মধ্যে তাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাজনের চিকিৎসা সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ পরোয়ানা জারি করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার ও সহকারী এ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায়। রাজন দাসের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ নজরুল ইসলাম। আর ভুয়া লাইসেন্সধারী চিকিৎসকের সহকারী তোফায়েল সিকদারের (মিশু সিকদার) পক্ষে ছিলেন আইনজীবী মোঃ আইলাদ হোসেন। এর আগে ২৩ জুলাই পটুয়াখালীর সিভিল সার্জন ও বরিশাল মেডিক্যালের গাইনি বিভাগের প্রধানসহ তিন জনকে তলব করেন হাইকোর্ট। এছাড়া পটুয়াখালীর বাউফলের নিরাময় ক্লিনিকের মালিককে হাজির হতে বলা হয়।
×