ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে শুরু চায় আজ চিটাগং

প্রকাশিত: ০৫:৩০, ৭ নভেম্বর ২০১৭

জয় দিয়ে শুরু চায় আজ চিটাগং

মোঃ মামুন রশীদ ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ ক্রিকেটের পঞ্চম আসরে সোমবার ছিল বিরতি। টানা দু’দিন খেলা হয়েছে। নবাগত দল সিলেট সিক্সার্স সবাইকে চমকে দিয়ে টানা দুই জয় তুলে নেয় গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে। তবে দু’দিনে হওয়া চারটি ম্যাচ মাঠের বাইরে থেকেই দেখেছে গত আসরে শেষ চার খেলা চিটাগং ভাইকিংস। আজ কুমিল্লার বিরুদ্ধে চলতি বিপিএলে অভিযান শুরু করবে তারা। দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচটি শুরু হবে। জয় দিয়েই শুরু করার প্রত্যয় জানিয়েছেন চিটাগং ভাইকিংসের আইকন সৌম্য সরকার। দিনের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে অপ্রতিরোধ্য সিলেট ও রাজশাহী কিংস। বিপিএল শুরুর দিনেই গত আসরের চ্যাম্পিয়ন ঢাকাকে ৯ উইকেটে বিধ্বস্ত করে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছিল নবাগত ও স্বাগতিক সিলেট। পরের ম্যাচে তারা কুমিল্লাকেও ৪ উইকেটে হারিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। আজ তাদের জয়ের ধারা বজায় রাখার মিশন। সন্ধ্যায় তাদের প্রতিপক্ষ হিসেবে নামবে ড্যারেন সামির দল রাজশাহী। গত আসরে সামির নেতৃত্বে ফাইনাল খেলেছিল রাজশাহী। এবার অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছে তারা রংপুর রাইডার্সের কাছে ৬ উইকেটে হেরে। এবার তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই। আর উড়তে থাকা সিলেট অলরাউন্ডার নাসির হোসেনের নেতৃত্বে মাঠের নৈপুণ্যে দুরন্ত। তবে খেলার বাইরের ইস্যুতে আলোচিতও। কারণ রবিবার কুমিল্লার সঙ্গে ম্যাচ শেষে আম্পায়ারকে গালিগালাজ করেছেন দলটির আইকন সাব্বির রহমান। তিনি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও গুনেছেন সেজন্য। যোগ হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট। তাই সাব্বিরকে নিয়ে বেশ সতর্কই থাকতে হবে এখন সিলেটকে। আর ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হলেই ম্যাচ নিষিদ্ধের খড়গ নেমে আসবে তার ওপর। অন্যতম নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান অবশ্য সাম্প্রতিক সময়ে তেমন ফর্মে নেই। তবে গত দুই ম্যাচে তেমন প্রয়োজনও পড়েনি তাকে। কারণ দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও উপুল থারাঙ্গা দুর্দান্ত খেলে সিলেটের জয়কে সহজ করেছেন। আর রাজশাহী হতাশার হারের আগুনে পুড়েছে মূলত বাজে ব্যাটিংয়ের কারণে। আজ সেই অবস্থা থেকে বেরিয়ে আসার লড়াই তাদের। সেই লড়াইটা আরও কঠিন হবে তাদের জন্য, কারণ প্রতিপক্ষ সিলেট আছে দারুণ ফর্মে। দিনের প্রথম ম্যাচে এবারের আসরে নিজেদের প্রথম পরীক্ষায় নামবে চিটাগং। গত আসরে তারা শেষ মুহূর্তের দারুণ নৈপুণ্যে শেষ চারে উঠেছিল। বিপিএল শুরুর পর টানা দু’দিন তারা সুযোগ পেয়েছে চারটি ম্যাচ দেখার। উইকেটের আচরণটাও বুঝতে পেরেছে। সম্প্রতিই আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে রানে ফেরা মারকুটে ওপেনার সৌম্যই তাদের ব্যাটিংয়ে মূল ভরসা। এ বিষয়ে সৌম্য বলেন, ‘দেড় মাস দেশের বাইরে ছিলাম। এখন আবার দেশে খেলা। এ উইকেটে নতুন করে শুরু করতে হবে। এখানে আবার সন্ধ্যার পর শিশির পড়ে। দুপুরের দিকে স্পিন ধরে। সবকিছু বুঝেই প্রস্তুতি নিচ্ছি। আমরা জয় দিয়েই শুরু করতে চাই।’ সৌম্য তার সহযোদ্ধা হিসেবে পাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে ফর্মের তুঙ্গে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়সহ বিদেশী কোটায় লুক রনকি, অধিনায়ক মিসবাহ-উল-হক ও সিকান্দার রাজাকে। পেস বোলিংয়ে আছেন লিয়াম ডসন, তাসকিন আহমেদ সানজামুল ইসলাম ও শুভাশিষ রায়। অলরাউন্ডার কোটায় আছেন একঝাঁক পারফর্মার। তারা জ্বলে উঠতে পারলে প্রথম ম্যাচেই জয় তুলে নেয়া খুব কঠিন হবে না চিটাগংয়ের জন্য। প্রতিপক্ষ কুমিল্লাও পরাজয়ের স্মৃতি ভুলে আজ জয় তুলে নিতে উন্মুখ। সিলেটের কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ ওভারে গিয়ে ৪ উইকেটে হারের পর কিছুটা শিক্ষা পেয়েছে তারা। তামিম ইকবালের ইনজুরির জন্য ব্যাটিং শক্তির ঘাটতি প্রথম ম্যাচে বেশ ভালভাবেই দেখা গেছে দলটির মধ্যে। এবার বেশ কয়েকজন পাকিস্তানী খেলোয়াড়কে দলে ভিড়িয়ে সমস্যায় পড়েছে তারা। ১৭ নবেম্বরের আগে তারা চলতি বিপিএলে খেলতে পারবেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ছাড়পত্র না পাওয়াতে। তাদের ছাড়াই তাঁবুতে থাকা রসদ নিয়ে আজও চিটাগংয়ের বিরুদ্ধে নামতে হবে তাদের। ইমরুল কায়েস, লিটন দাসরা জ্বলে উঠতে পারেননি আগের ম্যাচে। তবে ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস দারুণ একটি ইনিংস খেলেছিলেন। এবারও তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে কুমিল্লা।
×