ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপিএলের খেলার সময় পরিবর্তন

প্রকাশিত: ০৫:১৮, ৭ নভেম্বর ২০১৭

বিপিএলের খেলার সময় পরিবর্তন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসর ধারাবাহিকভাবেই পরিবর্তনশীল। শুরু হওয়ার তারিখ দুই দফা পরিবর্তন করার পর যে চূড়ান্ত সময়সূচী দেয়া হয়েছিল সেটাতেও পরিবর্তন আনা হয়। আর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সেটা বাতিল করা হয়। অবশেষে বিপিএল মাঠে গড়িয়েছে শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দু’দিন খেলা হওয়ার পরই খেলা শুরুর সময়ে পরিবর্তন এনেছে বিপিএল গবর্নিং কাউন্সিল। এটা অবশ্য ১১ নবেম্বর থেকে ঢাকায় পরবর্তী পর্বে কার্যকর হবে। রবিবার সন্ধ্যায় বিপিএল গবর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সাংবাদিকদের বলেছিলেন, দিনের প্রথম ম্যাচ ৩০ মিনিট এগিয়ে শুরু হবে বেলা দেড়টায়। কিন্তু রাত ১০টায় বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথম ম্যাচ শুরু হবে ১টা থেকে। আর সন্ধ্যা ৬টায় শুরু হবে পরের ম্যাচ। আর শুক্রবারের ম্যাচ দুটো শুরু হবে বেলা দুইটা আর সন্ধ্যা ৭টায়। বর্তমান সূচী অনুসারে সিলেট পর্বে প্রথম ম্যাচ ২টা এবং দ্বিতীয় ম্যাচ ৭টায় অনুষ্ঠিত হচ্ছে। সেভাবেই পুরো সময়সূচী করা হয়েছিল। কিন্তু রাতের শিশিরে খেলা চালানো কঠিন হয়ে পড়ায় সময় এগিয়ে আনা হলো। এ বিষয়ে ইসমাইল হায়দার বলেছেন, ‘দুই-তিনটা কারণে ম্যাচের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×