ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৬ বছরের মেয়ের ডাবল সেঞ্চুরি

প্রকাশিত: ০৫:১৮, ৭ নভেম্বর ২০১৭

১৬ বছরের মেয়ের ডাবল সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ ৪ বছর বয়সে তার ক্রিকেটে হাতেখড়ি। ১৩ বছর বয়সেই মুম্বাই অনুর্ধ-১৯ দলে জায়গা করে নিয়েছেন। নিয়মিত রান পাচ্ছেন। তাতে তার ব্যাটিং গড়ও চোখ কপালে তোলার মতো। কিন্তু রবিবার নিজেকে আরও উচ্চতায় নিয়ে গেলেন মুম্বাই অনুর্ধ-১৯ দলের ১৬ বছর বয়সী কিশোরী ক্রিকেটার জেমাইমা রদ্রিগেজ। অনুর্ধ-১৯ নারী ক্রিকেট টুর্নামেন্টে সৌরাষ্ট্রের বিপক্ষে মুম্বাই অনুর্ধ-১৯ দল প্রথমে ব্যাট করতে নামে। মুম্বাইর অধিনায়ক জেমাইমা ১৬৩ বল মোকাবেলা করে অপরাজিত ২০২ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দেন। তার এই ইনিংসে ২১টি চারের মার থাকলেও কোন ছক্কা ছিল না! স্ট্রাইক রেট ১২৪। তার ডাবল সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪৭ রান সংগ্রহ করে মুম্বাই। দ্বিতীয় উইকেট জুটিতে এস রাউতের সঙ্গে জেমাইমা ৩০০ রান তোলেন! তিন ম্যাচে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১৪২ বলে ১৭৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। জেমাইমা ভারতের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় কোনো কিশোরী ক্রিকেটার যিনি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার আগে ভারত মহিলা ক্রিকেট দলের বর্তমান উদ্বোধনী ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা মহারাষ্ট্রের হয়ে গুজরাটের বিপক্ষে মাত্র ১৫০ বলে রেকর্ড ২২৪ রানের ইনিংস খেলেছিলেন। জেমাইমার সবশেষ পাঁচটি ইনিংস দেখুন ৫২ বলে ৫৩, ৮৩ বলে ১০০, ১১৬ বলে ১৫৩, ১৪২ বলে ১৭৮, ও ১৬৩ বলে অপরাজিত ২০২! গড় ৩০০।
×