ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দল পেয়েছেন সাকিব, মুস্তাফিজ ও তামিম

প্রকাশিত: ০৫:১৮, ৭ নভেম্বর ২০১৭

দল পেয়েছেন সাকিব, মুস্তাফিজ ও তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট খেলাটাকে আরও বেশি জনপ্রিয় করার লক্ষ্যে ফরমেট ছোট করে টি২০ করা হয়েছিল। কম সময়ে শেষ হওয়ার কারণে এখন টি২০ ফরমেট আন্তর্জাতিক ও ঘরোয়া সব মাধ্যমেই দারুণ আকর্ষণীয় ও জনপ্রিয়তা পেয়েছে। এবার সেটিকে আরও খাটো করে টি১০ ক্রিকেট লীগ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪ ডিসেম্বর থেকে। মাত্র চারদিনেই শেষ হওয়া এ টুর্নামেন্টে খেলবে ৬ দল। দুবাইয়ের লোটাস ইয়টে হওয়া প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের তিন তারকা ক্রিকেটারকে ভিন্ন তিন ফ্র্যাঞ্চাইজি দলে ভিড়িয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কেরালা কিংস, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বেঙ্গল টাইগার্স এবং পাখতুনস তামিম ইকবালকে দলে নিয়েছে। আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই প্রথম টি১০ আসর ১৭ ডিসেম্বর শেষ হবে। টি১০ ক্রিকেটের ধারণাটা আরব আমিরাতই এনেছে এবং তারাই আয়োজন করতে যাচ্ছে। ক্রিকেটকে আরও জনপ্রিয় আর আকর্ষণীয় করে তোলার লক্ষ্যেই এই ক্ষুদ্রতম ফরমেট প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেটে যোগ হচ্ছে। রবিবার আসরের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয় দুবাইয়ে। আর সেখানে দল পেয়ে গেলেন সাকিব, মুস্তাফিজ ও তামিম। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে এবার ইনজুরিতে পড়েন তামিম ও মুস্তাফিজ। সে কারণে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ খেলতে পারছেন না এ দুই তারকা। তামিম মাঝপথে খেলায় ফিরবেন ইনজুরি কাটিয়ে, তবে মুস্তাফিজের ফেরার সম্ভাবনা একেবারেই কম। আগামী ১২ ডিসেম্বর শেষ হবে বিপিএল। এরপরই টি১০ উত্তেজনা। শারজা ক্রিকেট গ্রাউন্ডে ১৪ থেকে ১৭ ডিসেম্বর মাত্র ৪ দিনেই শেষ হয়ে যাবে আসর। এ আসরে অংশ নেবে ৬ দল- কলম্বো লায়ন্স, বেঙ্গল টাইগার্স, কেরালা কিংস, পাঞ্জাবি লিজেন্ডস, মারাঠা এ্যারাবিয়ান্স এবং পাখতুনস। সাকিবের দল কেরালা কিংসে আছেন ইয়ন মরগান, কাইরন পোলার্ড, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভীর, লিয়াম প্লাঙ্কেটরা। এ দলটির কোচ হিসেবে থাকছেন কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ব্রায়ান চার্লস লারা। মুস্তাফিজের বেঙ্গল টাইগার্সে আছেন সরফরাজ আহমেদ, সুনিল নারাইন, ড্যারেন সামি ও আন্দ্রে ফ্লেচাররা। তিনি কোচ হিসেবে পাবেন সাবেক পাকিস্তানী পেসার ও কোচ ওয়াকার ইউনুসকে। তামিমের পাখতুনসে আছেন শহীদ আফ্রিদি, ফখর জামান, ডোয়াইন স্মিথ, আহমেদ শেহজাদ, জুনাইদ খান ও মুহাম্মদ ইরফানরা।
×