ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আরও বড় ইনিংস খেলার লক্ষ্য সৌম্যর

প্রকাশিত: ০৫:১৭, ৭ নভেম্বর ২০১৭

আরও বড় ইনিংস খেলার লক্ষ্য সৌম্যর

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা সফরের শেষটা ভালই করেছেন। তবে দীর্ঘদিন রানের খরায় ভুগছিলেন সৌম্য সরকার। মারকুটে এ বাঁহাতি ওপেনার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টি২০ সিরিজে করেন ৪৭ ও ৪৪ রান। এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে তিনি চিটাগং ভাইকিংসের আইকন হিসেবে খেলবেন। পেছনের ব্যর্থতা ভুলে এখান থেকে নতুন করে শুরু করতে চান তিনি। জানিয়েছেন আরও বড় ইনিংস খেলতে চান তিনি। এবার দক্ষিণ আফ্রিকায় চরম ব্যর্থতার এক সফর গেছে বাংলাদেশ ক্রিকেট দলের। তিন ফরমেটেই হোয়াইটওয়াশ হয়েছে দল। আর ব্যাটিং-বোলিং কোন বিভাগেই ভাল করতে পারেননি ক্রিকেটাররা। দলীয় অর্জনের খাতা যেমন শূন্য, তেমনি ক্রিকেটাররা ব্যক্তিগতভাবেও কিছু করে দেখাতে পারেননি। টেস্ট, ওয়ানডে ও টি২০ এই তিন ফরমেটেই ওপেনার সৌম্যের সময়টা খুবই বাজে কেটেছে দীর্ঘদিন। তবে সেখান থেকে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন দুই টি২০ ম্যাচে। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনি একাই আলো ছড়িয়েছেন ব্যাট হাতে, খেলেছেন ৪৭ ও ৪৪ রানের দুটি ইনিংস। কিন্তু এরপরও খুশি হতে পারেননি তিনি কারণ উইকেটে সেট হয়ে যাওয়ার পর আরও লম্বা ইনিংস খেলা উচিত ছিল বলেই মনে করেন সৌম্য। তিনি এ বিষয়ে সোমবার সিলেটে বলেন, ‘বিপিএলে ওই ফর্মটা ধরে রাখতে চাই না! ৩০-৪০ করে আউট না হয়ে আরও বেশি রান করতে চাই। ওখানে খেলার ধরনটা আলাদা ছিল। এখানে পরিস্থিতি অন্য রকম থাকতে পারে। চেষ্টা করব পরিস্থিতি অনুযায়ী খেলতে।’ দক্ষিণ আফ্রিকা সফরের দুঃসহ স্মৃতি এখন কুরে কুরে খাচ্ছে প্রতিটি ক্রিকেটাররা। কিন্তু সেটাকে শিক্ষা হিসেবে নিয়ে দারুণ কিছু করে সব ভুলে যেতে চান সৌম্য। তিনি বলেন,‘ওখান থেকে কিছু শিখেই সফরটা ভোলা উচিত। না শিখে যদি ভুলি, সেটা খুব খারাপ হবে! দেড় মাস দেশের বাইরে ছিলাম। এখন আবার দেশে খেলা। এ উইকেটে নতুন করে শুরু করতে হবে। এখানে আবার সন্ধ্যার পর শিশির পড়ে। দুপুরের দিকে স্পিন ধরে। সবকিছু বুঝেই প্রস্তুতি নিচ্ছি।’ আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে এবার সৌম্যের দল চিটাগংয়ের বিপিএল মিশন শুরু হতে যাচ্ছে।
×