ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আর্সেনালকে হারিয়ে উজ্জ্বল ম্যানসিটি

প্রকাশিত: ০৫:১৭, ৭ নভেম্বর ২০১৭

আর্সেনালকে হারিয়ে উজ্জ্বল ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ পেপ গার্ডিওলার অধীনে নবোদ্যমে এগিয়ে চলেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগ ও চ্যাম্পিয়ন্স লীগে সিটিজেনরা আছে অপ্রতিরোধ্য ফর্মে। সব প্রতিপক্ষই খড়কুটোর মতো উড়ে যাচ্ছে এ্যাগুয়েরো, জেসুস, ব্রুইনেদের সামনে। এ প্রমাণ আরও একবার রেখেছে দলটি। রবিবার রাতে ইপিএলের হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামে গার্ডিওলার শিষ্যদের কাছে পাত্তাই পাননি আর্সেন ওয়েঙ্গারের ছেলেরা। একই রাতে আরেক হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। লন্ডনের স্টামফোর্ড ব্রিজে ব্লুজদের জয়সূচক গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাটা। লীগের অন্য ম্যাচে এভারটন ৩-২ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। গুডিসন পার্কে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে এভারটন। এর ফলে ক্লাবটির ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব নেয়ার পর প্রথম জয়ের দেখা পেলেন ডেভিড আনসওয়ার্থ। এই জয়ে রেলিগেশন জোন থেকে কিছুটা উপরে উঠে এসেছে টফিসরা। ১১ পয়েন্ট সংগ্রহ করা দলটি এখন অবস্থান করছে পয়েন্ট টেবিলের ১৫তম স্থানে। শীর্ষে থাকা ম্যানসিটির পয়েন্ট ১১ ম্যাচে ৩১। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানইউ, একই পয়েন্ট নিয়ে গোলগড়ে তিনে টটেনহ্যাম। ২২ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান চারে। ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই গানার্সদের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করে রাখে সিটির খেলোয়াড়রা। এ সময় কেভিন ডি ব্রুইইনেকে বেশি আগ্রাসী দেখা যায়। ১৯ মিনিটে তার দেয়া গোলেই লিড পেয়ে যায় স্বাগতিকরা (১-০)। দ্বিতীয়ার্ধের শুরুতে গার্ডিওলা বাহিনীকে দ্বিগুণ ব্যবধানে পৌঁছে দেন নিয়মিত গোলের মধ্যে থাকা আর্জেন্টাইন তারকা সার্জিও এ্যাগুয়েরো। ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি (২-০)। ম্যাচের ৬৫ মিনিটে আর্সেনালের হয়ে একটি গোল পরিশোধ করেন আলেক্সান্দ্রে লাকাজেটি (২-১)। তবে ৭৪ মিনিটে ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুসের গোলে ফের দুই গোলের ব্যবধান করে সিটিজেনরা (৩-১)। এই হারে সিটির চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে পড়েছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে যাওয়া আর্সেনাল। খেলা শেষে তৃতীয় গোলটি অফসাইডে ছিল দাবি করে কোচ আর্সেন ওয়েঙ্গার। তিনি বলেন, গোলটি পরিষ্কারভাবে অফসাইড থেকে হয়েছে। রেফারি গোলটি মেনে নিয়েছেন। ওই ঘটনাটি আমাদেরকে লড়াই থেকে ছিটকে দিয়েছে। এমনিতেই তারা (ম্যানসিটি) শীর্ষ দল। তার ওপর ওই বাজে সিদ্ধান্তটি আমাদেরকে কঠিন অবস্থায় ফেলে দিয়েছে। সিটি কোচ গার্ডিওলা বলেন, আমরা সেরাটা খেলেই ম্যাচ জিতেছি। আমরা ম্যাচ জয়ের দাবিদার। সপ্তাহের মধ্যভাগে চ্যাম্পিয়ন্স লীগে ইতালীয় জায়ান্ট নাপোলির বিরুদ্ধে জয় পাওয়া দলটির কোচ আরও বলেন, আমাদেরকে খারাপ সময়ের সঙ্গেও লড়াই করতে হয়েছে। লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তবে মানসিক দিক থেকে আমরা যথেষ্ট স্থিতিশীল ছিলাম। দলের এই পারফর্মেন্সে আমি সন্তুষ্ট। তৃতীয় গোলটিই আমাদেরকে ম্যাচ জয়ে বেশি সহায়তা করেছে। এদিকে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লীগে ৩-১ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার ঘরোয়া লীগে ফিরে ১-০ গোলে জয় তুলে নিয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। ওয়েম্বলিতে অনুষ্ঠিত ম্যাচে গোল খরায় থাকা ম্যাচে শেষ পর্যন্ত একমাত্র গোলটি আদায় করেছেন স্পার্সের দক্ষিণ কোরীয় তারকা সন হিউং মিন। ৬৪ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। এদিন উত্তর লন্ডনের এই ক্লাবে অভিষিক্ত হয়েছেন তৃতীয় বাছাই গোলরক্ষক পাওলো গাজ্জানিগা। শেষ মুহূর্তে বেশ কয়েকটি গোল দক্ষতার সঙ্গে প্রতিহত করেন তিনি। অন্যদিকে চেলসির কাছে হারের পর হতাশা প্রকাশ করেন ম্যানইউ কোচ জোশে মরিনহো।
×